শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

SW News24
রবিবার ● ২৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ার আটলিয়া চাকুন্দিয়া ও গোবিন্দকাটি গ্রামের প্রধান রাস্তা দুটি বেহাল দর্শায় পরিনত, যে দেখার কেউ নেই!,
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ার আটলিয়া চাকুন্দিয়া ও গোবিন্দকাটি গ্রামের প্রধান রাস্তা দুটি বেহাল দর্শায় পরিনত, যে দেখার কেউ নেই!,
৪১১ বার পঠিত
রবিবার ● ২৩ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডুমুরিয়ার আটলিয়া চাকুন্দিয়া ও গোবিন্দকাটি গ্রামের প্রধান রাস্তা দুটি বেহাল দর্শায় পরিনত, যে দেখার কেউ নেই!,

---

অরুন দেবনাথ , ডুমুরিয়া

ডুমুরিয়া উপজেলার আটলিয়ায় চাকুন্দিয়া ও গোবিন্দকাটি ওয়ার্ডে গ্রাম্য অব কাঠামোর তেমন কোন উন্নয়ন হয়নি। দক্ষিণ চাকুন্দিয়া ও দক্ষিণ গোবিন্দকাটি গ্রামের প্রধান রাস্তা দুটি বেহাল দর্শায় পরিনত হয়েছে, যে দেখার কেউ নেই। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হোসেন মোড়লের বাড়ী দোকানঘর মোড় হতে দক্ষিণ চাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদালয় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার আধা কিলোমিটার কাঁচা এবং ১কিলোমিটার রাস্তা ইটের সলিং রয়েছে। এছাড়া গোবিন্দকাটি কলাতলার মোড় হতে আরিজুলের দোকান পর্যন্ত দেড় কিলোমিটার মোট ৩কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার সামান্য বৃষ্টিতে কাঁদা পানি অতিক্রম করে গন্তব্যে পৌছাঁতে হয়। ফলে সাধারন মানুষের যাতায়াতে চরম ভূগান্তী পোহাতে হচ্ছে। এ রাস্তা দু’টি একইভাবে গ্রামের মধ্যে স্থলে অবস্থিত। গ্রামের সর্বদক্ষিণে দ্বিতল বিশিষ্ট গোবিন্দকাটি দক্ষিণ চাকুন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি সরকারি কমিউনিটি ক্লিনিক, জামে মসজিদ ও একটি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসকল প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এ রাস্তাটি। তাছাড়া জন বাহুল দু’ গ্রামের সাধারন মানুষ, কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত, কোমলমতি শিক্ষার্থী এবং রোগীদের যাতায়াতে যথেষ্ট গুরুত্ব বহন করে এ রাস্তাটি। কিন্তু ঝুকিপূর্ণ এ রাস্তা কবে হবে সংস্কার এনিয়ে শংঙ্কিত রয়েছে এলাকাবাসী। স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শেখ মোসলেম উদ্দীন, সাবেক ইউপি সদস্য গাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি মোশারফ হোসেন মোড়ল, প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার সহ এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট উদ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এপ্রসঙ্গে আটলিয়া ইউপি চেয়ারম্যান প্রতাপ কুমার রায় বলেন ইউনিয়নে সকল ওয়ার্ডে অবহেলিত রাস্তাঘাট চিহ্নিত করা হচ্ছে অচিরেই সকল রাস্তা সংস্কার করা হবে। এপ্রসঙ্গে ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মুনসুর এ প্রতিবেদক জানান, জনস্বার্থে রাস্তা পূঃন সংস্কার করার জন্য উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় তালিকাভুক্ত করে দ্রুত রাস্তা সংস্কার করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)