শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

SW News24
সোমবার ● ২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » এমপি নূরুল হকের প্রচেষ্টায় পাইকগাছার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে ২ কোটি সাড়ে ১১ লাখ টাকা বরাদ্দ
প্রথম পাতা » প্রধান সংবাদ » এমপি নূরুল হকের প্রচেষ্টায় পাইকগাছার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে ২ কোটি সাড়ে ১১ লাখ টাকা বরাদ্দ
৩৮৮ বার পঠিত
সোমবার ● ২ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমপি নূরুল হকের প্রচেষ্টায় পাইকগাছার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে ২ কোটি সাড়ে ১১ লাখ টাকা বরাদ্দ

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছার অবহেলিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন কাজে ২ কোটি সাড়ে ১১ লাখ টাকা বরাদ্দ হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ও প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের প্রচেষ্টায় দীর্ঘদিন পর প্রতিষ্ঠানের উন্নয়নে এ বরাদ্দ হয়েছে। সোলাদানা ইউনিয়নের আবু হোসেন কলেজ, সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলা সদরের পাইকগাছা সিনিয়র মাদ্রাসার একাডেমীক ভবন নির্মাণের প্রত্যেকটি প্রতিষ্ঠানের অনুকূলে ৭০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, উপজেলার সোলাদানা ইউনিয়ন বাসীর উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে সরদার আবু হোসেন কলেজ। প্রতিষ্ঠানটি ২০০৩ সালে স্থাপিত হলেও এখনো পর্যন্ত এমপিও ভুক্ত হয়নি। ফলে একদিকে যেমন বেতন ভাতা না পেয়ে শিক্ষক কর্মচারী মানবেতর জীবন যাপন করছে, তেমনি অবকাঠামোগত দিক দিয়ে প্রতিষ্ঠানটি রয়ে গেছে অবহেলিত। নেই কোন উন্নত মানের ভবন। ফলে জরাজীর্ণ টিন সেডের ঘরে চলছে পাঠদান কার্যক্রম। বৃষ্টির সময় প্রতিটি কক্ষেই পানি পড়ে। এতে মারাত্মকভাবে ব্যাহত হয় দৈনন্দিন শিক্ষা কার্যক্রম। বর্তমানে প্রতিষ্ঠানে ১৯ জন শিক্ষক-কর্মচারী কর্মরত ও ২ শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। প্রভাষক বজলুর রহমান জানান, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর হতে অবহেলিত রয়েছে। এমপি পুত্র আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অধ্যক্ষ সরদার শেখ ফারুক আহম্মেদ জানান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক ও সভাপতি শেখ মনিরুল ইসলামের প্রচেষ্টায় দীর্ঘদিন পর প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ৭০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। ইতোমধ্যে গত ৫ সেপ্টেম্বর টেন্ডার আহবান করা হয়েছে। নতুন এ একাডেমীক ভবনটি নির্মিত হলে লেখাপড়ার উন্নত পরিবেশ সৃষ্টি সহ নানা সুবিধা হবে। এতে শিক্ষার্থীদের ভর্তির হারও বৃদ্ধি পাবে বলে তিনি জানান। অনুরূপভাবে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমীক ভবন নির্মাণে ৭০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে বলে প্রতিষ্ঠানের সভপতি ও সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক জানিয়েছেন। প্রতিষ্ঠানটি ১৯৮২ সালে স্থাপিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৭জন শিক্ষক, কর্মচারী কর্মরত ও প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। অপরদিকে পাইকগাছা সিনিয়র মাদ্রাসার ভবন নির্মাণেও ৭০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে বলে অধ্যক্ষ মাওঃ আবু সাদেক জানিয়েছেন। প্রতিষ্ঠানটি ১৯৮৭ সালে স্থাপিত। প্রতিষ্ঠানে বর্তমানে ২৪ জন শিক্ষক-কর্মচারী কর্মরত ও প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। সরদার আবু হোসেন কলেজ ও সিনিয়র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম জানান, উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন কাজে ২ কোটি সাড়ে ১১ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় ৩টি প্রতিষ্ঠানের অনুকূলে এ বরাদ্দ হয়েছে উল্লেখ করে তিনি বলেন আগামী দু’এক মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে। সংস্কার সহ ৩টি প্রতিষ্ঠানে ৪ তলা ফাউন্ডেশনের ৩টি নতুন একাডেমীক ভবন নির্মিত হবে। এখানে উন্নত স্যানিটেশন, পানি সরবরাহ ও বৈদ্যতিক সু-ব্যবস্থা থাকবে। নির্মাণ কাজ শেষ হলে ৩টি প্রতিষ্ঠানেরই শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি হবে, শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ভর্তির হার বৃদ্ধি পাবে। সর্বপোরী এলাকার শিক্ষার হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী সকলেই উপকৃত হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী
স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন ৭ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন ৭ প্রতিমন্ত্রী
বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৪৪ জন নিহত: আইজিপি বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৪৪ জন নিহত: আইজিপি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)