মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত শুরু
ডুমুরিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত শুরু
ডুমুরিয়া প্রতিনিধি।
ডুমুরিয়ায় আরশনগন শেখ শাহ আফজাল (রহ) দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ খারুজ্জামান এর
বিরুদ্ধে মামলা বাজ,ক্লাস ফাকি ,মুক্তিযোদ্ধা ও হজ্ব সম্পর্কে কটুক্তি সহ নানা অভিযোগ পাওয়া গেছে। এ
ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরেজমিনে অভিযোগের তদন্ত
করেছেন।আরশনগন এলাকার শতাধিক এলাকাবাসি স্বাক্ষরিত খুলনা বিভাগীয় মাধ্যমিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় আরশনগন শেখ শাহ আফজাল (রহ) দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ খারুজ্জামান ক্ষতি ও অসৎ উদ্দেশ্য চরিতার্থ করিতে নিজে বাদী হয়ে বিভিন্ন লোককে আসামী করে অগনিত মামলা করেছেন।এছাড়া তিনি প্রায় প্রতিদিন ১২/১টা পর্যন্ত ক্লাস করে বিভিন্ন মামলার তদবীর করে আসছেন।ইত পূর্বে এক মামলায় তিনি জেল-হাজত বাসও করেছেন।এ ছাড়া তিনি এলাকার শান্তি ভঙ্গ,মানিলোকের মান হানি সহ মুক্তিযোদ্ধা ও হজ্ব সম্পর্কে কটুক্তি
করে থাকেন বলে অভিযোগে বলা হয়েছে।ঘটনা প্রসংগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ
কুমার বিশ্বাস বলেন তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং তদস্ত রিপোট অনুযায়ী
ব্যবস্থা গ্রহন করা হবে।