মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিন উল আহসান
পাইকগাছায় মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিন উল আহসান
![]()
এস ডব্লিউ নিউজ \
উন্নত দেশ গঠনের জন্য শিক্ষার কোন বিকল্প নেই উলেখ করে খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান বলেছেন, দেশ বর্তমানে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। দেশের সামগ্রীক উন্নয়নের পাশাপাশি সরকারের নানমুখী পদক্ষেপ গ্রহণের ফলে শিক্ষা খাতেও অনেক অগ্রগতি হয়েছে। ছেলে-মেয়েরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ, তাদেরকে প্রতিযোগিতাময় বিশ্বে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এ জন্য ছেলে-মেয়েদের প্রত্যেকের মধ্যে যেমন বড় ধরণের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে, তেমনি শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষক নিশ্চিত করতে হবে। সৃজনশীলতার অন্তরায় কোচিং উলেখ করে জেলা প্রশাসক বলেন, শিক্ষকদের বেতন-ভাতা সহ নানা সুযোগ সুবিধা বাড়লেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় মানসম্মত শিক্ষা নিশ্চিত হচ্ছে না। সৃজনশীল ব্যবস্থা সম্পর্কে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে উলেখ করে তিনি বলেন, নির্লিপ্ততা পরিহার করে সবাইকে শিক্ষিত করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষা সহায়তা শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার পাশাপাশি যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে উলেখ করে এ ধরণের উদ্যোগে গ্রহণের জন্য উপজেলা পরিষদের সকলকে তিনি ধন্যবাদ জানান। তিনি মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ৩১১ জন শিক্ষার্থীকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরআগে জেলা প্রশাসক আমিন উল আহসান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন, সরল আশ্রয়ন প্রকল্পের ৫০ পরিবারের মাঝে নামজারি পূর্বক খতিয়ান হস্তান্তর, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় পরিদর্শন করেন।






পাইকগাছায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ -আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন
পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরসহ খুলনার চার কলেজ থেকে পাশ করেনি কেউ
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
বিশ্ব শিক্ষক দিবসে খুলনায় র্যালি
মাগুরায় ৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন
মাগুরায় কারিগরি শিক্ষার মান বাড়াতে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ্যাণ্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
পাইকগাছা সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত 