সোমবার ● ২০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির কৈখালিতে এক যুবককে কুপিয়ে হত্যা
আশাশুনির কৈখালিতে এক যুবককে কুপিয়ে হত্যা
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনি উপজেলার কৈখালিতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার শোভনালী ইউনিয়নের কৈখালি থেকে পুলিশ সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে সোলাইমান গাজী (৪২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। সোলাইমান পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার ঝেয়ামারি গ্রামের মৃত মোকছেদ গাজীর পুত্র এবং নলতা ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক। সরজমিনে ঘুরে ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে মুঠোফোনে অপরপ্রান্ত থেকে একটি কল হলে রিসিভ করেই সে পাশ্ববর্তী সন্যাষিরচক বাজারে গিয়ে ক্যরামবোর্ড খেলছিল। খেলা চলাকালিন হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি তাকে বাড়ী যাওয়ার কথা বললে উভয়ই স্থান ত্যাগ করে। রাতে সে আর বাড়ী ফেরেনি বলে তার পরিবার জানান। সোমবার ভোর ৬ টার দিকে এক ভ্যান চালক রাস্তা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা দেখতে পেয়ে পাশের লোকজনের খবর দেয়। সাথে সাথে নিহতের আতœীয় ইউপি সদস্য ফারুক মুঠোফোনে থানা পুলিশে খবর দেয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহিন, এসআই নয়ন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছে সোলাইমানের গলাকাটা লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় এসআই নয়ন চেীধুরী এ প্রতিবেদককে জানান, লাশের সুরতহাল রিপোর্টে দেখা গেছে গলায় ও ঘাড়ে ধারাল চাপাতি বা অনুরুপ অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের গলায় ও ঘাড়ে ৩/৪টি কোপের দাগ রয়েছে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছিল বলে তার পরিবার সূত্রে জানাগেছে। হত্যার সঠিক কারণ জানা না গেলেও ইউপি সদস্য ফারুক হোসেন জানান, দীর্ঘ দিন ধরে পার্শ্ববর্তী ঝেয়ামারি গ্রামের ওহাব পেয়াদা, এবাদুল, হায়াত আলী, জলিল পেয়াদা, বাবরালী গাজী গংদের সাথে জমিজমা দখল-বেদখল সক্রান্ত বিরোধ চলে আসছিল বা রাজনৈতিক কারনেও তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তবে এ রিপোর্ট লেখা কালিন হত্যাযজ্ঞের ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করছিল।