শনিবার ● ২৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » লোনাপানি কেন্দ্রের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
লোনাপানি কেন্দ্রের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনা পানি কেন্দ্রের উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীতে যোগদান করে। কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, এটিএম শফিকুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্লা এমএনএস মামুন সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন সহ কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।