মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : “নারী পুরুষ নির্বিশেষ সমাজসেবায় গড়বো দেশ ” এ প্রতিপাদ্য নিয়ে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে ।
মাগুরার স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় মাগুরা এ দিবসের আয়োজন করে । সকালে একটি বর্ণাঢ্য র্যালী ভায়না মোড় হয়ে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয় । পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু , সিভিল সার্জন কাযালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান ও জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম প্রমুখ ।
সভায় জানানো হয় , সমাজকল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজসেবা অধিদপ্তর একই সাথে দেশব্যাপী গ্রামীণ ও শহুরে উভয় এলাকায় সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর অংশ ,বেকার, ভ’মিহীন,অনাথ ,দু:স্থ, ভবঘুরে,নিরাশ্রয়, সামাজিক,বুদ্ধি এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি,দরিদ্র ,অসহায় রোগী ,ঝুঁিকতে থাকা শিশুদের কল্যাণ ও উন্নয়নে বহুমাত্রিক নিবিড় কাযাক্রম বাস্তবায়ন করছে ।