

রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা ড. প্রফেসর মাহাবুব উল ইসলামের পথসভা ও মতবিনিময়
ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা ড. প্রফেসর মাহাবুব উল ইসলামের পথসভা ও মতবিনিময়
ডুমুরিয়া প্রতিনিধি: রবিবার জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, বিশিষ্ট অর্থনীতিবিদ ও আওয়ামীলীগ নেতা প্রফেসর ড. মাহাবুব উল ইসলাম দিনব্যাপী মাগুরখালী ইউনিয়নে ০৯ নং ওয়ার্ডের বাগারদাড়ী ও চন্ডিপুর এলাকায় উঠান বৈঠক, পথসভা ও গনসংযোগ করেন এবং আওয়ামীগের হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বাগারদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক তুষার, ববিতা বৈরাগী, টগরী রানী সরকার আওয়মীলীগ নেতা দিপংকর মিস্ত্রী, লবিত্র বিশা¦াস, শেখ মুজিবুর রহমান, অভিজিত সরকার, গোবিন্দ বিশ্বাস, রাজু বিশ্বাস, তন্ময় মন্ডল, অজিত বালা, কাজী জসীমউদ্দীন মুক্ত, শেখ আব্দুর জব্বার , সাগর খলিফা, বিপ্লব বিশ্বাস, বিচিত্র মন্ডল, সোহাগ মন্ডল, তরুন ঢালী, উজ্জ্বল মল্লিক, শংকর ঢালী, সনোত ঢালী প্রমুখ।