সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নড়াইল প্রতিনিধি; নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্সের উত্তর পাশে মাদরাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ এম এম সাঈদুর রহমান। অত্র মাদরাসা ও এতিমখানার সভাপতি কে এম আখতারুজ্জামান ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-আল আরাফাহ ইসলামী ব্যাংক নড়াইল শাখার ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, ভিক্টোরিয়া স্পেশালাইড হাসপাতালের পরিচালক এম এম কারুজ্জামান কামরুল, প্যারাডাইস একাডেমির পরিচালক আবু মুসা, আনোয়ারুল কবির রিপন, মাদরাসার প্রিন্সিপাল মুফতি শরিফুল আকবর লিংকনসহ অনেকে।
প্রধান অতিথি অধ্যক্ষ এম এম সাঈদুর রহমান বলেন, বর্তমানে মাদরাসা শিক্ষার্থীরা দেশে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছেন। চিকিৎসক, প্রকৌশলী, বিশ^বিদ্যালয়সহ সবক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রয়েছে। আশা করছি, নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা ভালো ভাবে পড়ালেখা করে ব্যক্তিজীবনের পাশাপাশি দেশ এবং জাতির কল্যাণে কাজ করবেন। শিক্ষা বিস্তারে ভূমিকা রাখবেন।
এদিকে ভিক্টোরিয়া স্পেশালাইড হাসপাতালের পরিচালক এম এম কারুজ্জামান কামরুল বলেন, অত্র মাদরাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এসে মেধাবী শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, মেধার বিকাশ এবং খেলাধূলার ক্ষেত্রে অবদান রাখায় খুব ভালো লেগেছে। শিক্ষার্থীরা এ ধারা অব্যাহত রাখলে ভবিষ্যতে আরো ভালো করবেন। তাদের মেধা বিকাশসহ স্বাস্থ্যসেবায় উবুদ্ধু করতে আমাদের হাসপাতালে (ভিক্টোরিয়া স্পেশালাইড) জরুরি বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। এছাড়া এই মাদরাসার শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যকার্ড করে দেয়া হবে। এই স্বাস্থ্যকার্ডের মাধ্যমে তারা বিভিন্ন ধরণের পরামর্শ ও সেবা পাবেন। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এখানে নূরানী, হেফজ, জামাত ও সাধারণ বিভাগ রয়েছে।






পাইকগাছা-কয়রার খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে: এমপি প্রার্থী বাপ্পি
জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন; ভায়না ক্রিকেট একাডেমী জয়ী
মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ম্যাচে যশোর জেলা বিজয়ী
পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া গরুর মল ; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
নড়াইলের কালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন
পাইকগাছায় দুর্গাপূজায় কড়ুলিয়া নদীতে নৌকা বাইচ
খুলনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল এর শুভ উদ্বোধন
মাগুরায় আন্ত : প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 