বৃহস্পতিবার ● ১৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » বিবিধ » দাকোপে বাল্য বিবাহ রোধে কর্মশালা অনুষ্ঠিত
দাকোপে বাল্য বিবাহ রোধে কর্মশালা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি।
দাকোপে বেসরকারী উন্নয়ন প্রকল্প নবযাত্রার উদ্যোগে বাল্য বিবাহ রোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দাকোপ উপজেলা কৃষি ভবন সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ইউএসএ আইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নব যাত্রার উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় ধর্মীয় নেতৃবৃন্দ, বিবাহ রেজিষ্টার ও সামাজিক প্রতিনিধিগন অংশ গ্রহন করেন। কর্মশালার বিষয় ভিত্তিক প্রধান আলোচক ছিলেন খুলনা বিভাগীয় কর্মচারী কল্যান সমিতির উপপরিচালক মুহাম্মাদ বেল্লাল হোসেন, বিশেষ আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সেলিনা আহম্মেদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেখ মাহবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, দাকোপ থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, নবযাত্রার প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির, নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা তাসনুভা জামান, মোক্তার হোসেন, মনোয়ারা নাসরিন, আকবর হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নবযাত্রার আশিক বিল্লাহ। অনুষ্ঠানে বাল্য বিবাহ রোধে নানা সমস্যা এবং সমাধানের বিষয় তুলে ধরে বেশ কিছু সুপারিশমালা গ্রহন করা হয়।