শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

SW News24
বুধবার ● ৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রকৃতি » কেশবপুরে সৌদি খেজুর চাষে ব্যাপক সম্ভবনা
প্রথম পাতা » প্রকৃতি » কেশবপুরে সৌদি খেজুর চাষে ব্যাপক সম্ভবনা
৪০০ বার পঠিত
বুধবার ● ৬ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে সৌদি খেজুর চাষে ব্যাপক সম্ভবনা

---

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে আবহাওয়া ও বিদেশী খেজুর চাষে উপযোগী বেলে দোয়াশ মাটিতে সৌদি আরবের খেজুর চাষে ব্যাপক সম্ভবনা দেখা দিয়েছে। উপজেলার সাতবাড়িয়া গ্রামের খেজুর চাষী সাইফুল ইসলাম ৮/৯ মাস আগে বাণিজ্যিক ভাবে ৫ বিঘা জমিতে সৌদি খেজুর আবাদ করেন। তার এ আধুনিক প্রযুক্তির আবাদ উপজেলা ব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা সরেজমিনে তার খেজুর বাগান পরিদর্শন করে দিকনির্দেশনা প্রদান করেন। ত্রিমাহিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম তার নিজস্ব পরিকল্পনায় সৌদি খেজুরের আবাদ শুরু করেন। পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে ফসলের নিয়মিত পরিচর্যা করায় তিনি বা¤পার ফলনের আশা করছেন।  সাইফুল ইসলাম বলেন, ইউটিউবে খেজুর আবাদ দেখে তার বিলাসী খেজুর চাষ শুরু। তার ক্ষেতে বারী, খলিজি ও খালাদ জাতের খেজুর গাছ রয়েছে। যা কাঁচা খাওয়া যায়, এবং কাচায় মিষ্টি। ক্ষেতে সার  হিসেবে ক¤েপাষ্ট,ফসফেট, পটাশ, বোরন, জিংক ও ইউরিয়া ব্যবহার করেছেন। তার ক্ষেতের ফসলের পরিচর্যায় সার্বক্ষণিক ২০ জন শ্রমিক কর্মরত রয়েছে। অল্প দিনের মধ্যে তার খেজুর গাছে ধরণ আসবে বলেও তিনি আশা করছেন। সরেজমিনে তার ক্ষেতে গিয়ে দেখা গেছে, সাতবাড়িয়া ও মির্জা নগরে তার দুইটি খেজুর বাগান রয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা বলেন, বাংলাদেশের আবহাওয়ায় বারী, খলিজি ও খালাদ জাতের খেজুর চাষ খুবই উপযোগী। আর এ জাতের খেজুর খেতেও খুব সুস্বাদু। একবার লাগালে ৩০ থেকে ৩৫ বছর ফল খাওয়া ও বাজারজাত করা যায়। এটা অত্যান্ত লাভজনক একটি ফসল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)