শনিবার ● ১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রযুক্তি » খুলনায় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

এস ডব্লিউ নিউজ:
তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর বাস্তবায়িতব্য ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার নিশ্চিতকরতে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ কর্মসূচির ওপর দিনব্যাপী কর্মশালা শনিবার খুলনা আঞ্চলিক তথ্য অফিসে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন। খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলার তথ্য কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় অংশগ্রহণকারী খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলা তথ্য অফিসারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এখন পরিপূর্ণমাত্রায় ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। এটি আমাদের উন্নয়নের পথে যেমন গতি সঞ্চার করেছে তেমনি আমাদেরকে একটি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বুঝে হোক না বুঝে হোক নানান ধরনের গুজব ছড়িয়ে ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে অস্থিতিশীল করে তুলছে। সাম্প্রতিক সময়ে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে এ ধরনের অপপ্রচারের হার বেড়ে গেছে। এর মূলে রয়েছে অনলাইন মাধ্যমের ব্যবহার সম্পর্কে জনসচেনতার অভাব। জনগণের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রচলিত আইন বিষয়ে স্বচ্ছ ধারণা ছড়িয়ে দিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের তত্ত্বাবধানে কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। জেলা তথ্য অফিসারদের সক্রিয় ভূমিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে সহায়ক হবে।
কর্মশালায় জানানো হয়, সকল শ্রেণি ও পেশার মানুষের নিকট সাইবার ক্রাইমের ভয়াবহতা সম্পর্কে অবহিতকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে যা দেশব্যাপী পরিচালিত হবে। এসকল কার্যক্রমের মধ্যে রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় এ্যাকটিভেশন, মাকের্ট ও বাজারে এ্যাকটিভেশন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার, সামজিক যোগাযোগ মাধ্যমে প্রচারাভিযান, ইপিসোডস ও অডিও ভিজুয়াল প্রোডাকশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মোঃ তৈয়ব আলী, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং ফ্যালকন কমিউনিকেশন এর প্রধান নির্বাহী খন্দকার শিহাব উদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকিপূর্ণ নানাদিক তুলেধরেন কুয়েটের ইন্টারনেট সার্ভিস অফিসার প্রকৌশলী সুজিত বসু। সভাপতিত্ব করেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান।






দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব
খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী
মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ
পাইকগাছায় তারুণ্যের উৎসবে উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
খুলনায় দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
পাইকগাছায় বিজ্ঞান মেলার উদ্বোধন
মাগুরায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 