 
       
  বৃহস্পতিবার ● ১৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি » পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীতে ব্যস্ত সময় পার করছে গ্রামীন নারীরা
পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীতে ব্যস্ত সময় পার করছে গ্রামীন নারীরা

প্রকাশ ঘোষ বিধান।
পাইকগাছায় কুমড়া বড়ি তৈরী কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের নারীরা। শীতের আগমনে উপজেলার বিভিন্ন গ্রামে কুমড়া বড়ি তৈরীর ধুম পড়েছে। কুমড়া বড়ি তৈরীর উপযুক্ত সময় শীতকাল। শীতের সময় গ্রামীন নারীদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। তারপর দিন ছোট কাজও বেশি। এর মধ্যেই সকল কাজের আগে সকাল বেলা কুমড়া বড়ি তৈরী করছে নারীরা। কুমড়া বড়ি তরকারির একটি মুখরোচক উপাদন। এতে তরকারির স্বাদে যোগ হয় নতুন মাত্রা।
জানাগেছে, পাইকগাছা উপজেলার শত শত নারী কুমড়া বড়ি তৈরীর কাজে জড়িত রয়েছে। শীতের আগমনের সাথে সাথে কুমড়া বড়ি তৈরীর ব্যস্ততা বেড়েছে গ্রাম অঞ্চলের নারীদের মাঝে। বর্ষাকাল বাদে বাকী মাস গুলোতে কমবেশী কুমড়া বড়ি তৈরী করা হয়। আশ্বিন মাস থেকে ফাল্গুন এই ৬ মাস কুমড়া বড়ি তৈরীর ধুম পড়ে যায়। শীতকাল কুমড়া বড়ি তৈরীর ভরা মৌসুম। এ সময় গ্রামের প্রতিটা বাড়ীতে কমবেশি কুমড়া বড়ি তৈরী করা হয়। পরিবারের চাহিদা মিটিয়ে বাকিটা বাজারে বিক্রি করা হচ্ছে। শীতের সময় কুমড়া বড়ির চাহিদা থাকে বেশী, আর গ্রাম অঞ্চলের নারীরা বাড়তি আয়ের জন্য কুমড়া বড়ি তৈরী করছে।

কুমড়া বড়ি তৈরীর প্রধান উপকরণ মাসকলাইয়ের ডাল আর চালকুমড়া। এর সাথে সামন্য মসলা। বাজারে প্রতি কেজি মাসকলাই ৮০ টাকা আর চাল কুমড়া ১২ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাইজ হিসাবে চালকুমড়া ৪০ থেকে ৬০ টাকার মধ্যে ক্রয় করা যায়। ৫ কেজি চালকুমড়ার সাথে ২ কেজি মাসকলাইয়ের মিশ্রণে কুমড়া বড়ি ভাল হয়। প্রথমে মাসকলাই রৌদ্রে শুকিয়ে যাতায় ভেঙ্গে পরিস্কার করে বা না ভেঙ্গে পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিতে হয়। প্রায় ৫ থেকে ৬ ঘন্টা মাসকলাই পানিতে ভেজাতে হয়। তারপর ঢেকি বা শিল-পাটা বেটি নিয়ে কুমড়া বড়ির মিশ্রণ তৈরী করা হয়। তবে এখন বিভিন্ন এলাকায় কুমড়া বড়ি তৈরীর মেশিন স্থাপনের পর থেকে সবাই মেশিনে মাড়াই করে মাসকলাই ও কুমড়ার মিহি করা হচ্ছে। এরপর দুইটির মিশ্রণে কুমড়া বড়ির উপকরণ তৈরী করা হয়।
মাঠ, বাড়ির আঙ্গিনা, ছাদ বা খোলা জায়গায় ভোর থেকে বড়ি বসানো শুরু করা হয়। পাতলা কাপড়ে সারি সারি বড়ি বসানো হয়। কুমড়া বড়ি বসানোর পর দুই-তিন দিন একটানা রৌদ্রে শুকানো হয়। সূর্যের আলো কম হলে ৩-৪ দিন পর্যন্ত শুকাতে সময় লেগে যায়। শুকানোর পর কাপড় থেকে বড়ি উঠিয়ে পাত্রে সংরক্ষণ করা হয়।
উপজেলার গদাইপুর গ্রামের শরিফা বেগম জানান, ৫ কেজি কুমড়ার সাথে দুই কেজি মাসকলাইয়ের মিশ্রণে কুমড়া বড়ি ভাল তৈরী হয়। আগে মাসকলাই পানিতে ভিজিয়ে পরিস্কার করা, আর ঢেকিতে বা পাটায় বেটে বড়ি তৈরী করতে প্রচুর পরিশ্রম হত, সেই সাথে অনেক সময় লাগতো। এখন খোসা ছাড়ানো মাসকলাই বাজারে ক্রয় করতে পাওয়া যায়। মাসকলাই পানিতে ভিজিয়ে মেশিনের সাহায্যে মাড়াই করে অল্প সময়ে বড়ি তৈরীর মিশ্রণ তৈরী করা খুব সহজ হয়েছে। এতে করে অল্প সময় প্রচুর পরিমাণ কুমড়া বড়ি তৈরী করা সম্ভব হচ্ছে। এক কেজি কুমড়া বড়ি তৈরী করতে প্রায় ১২০ টাকা মত খরচ হচ্ছে। আর বাজারে ২শ থেকে আড়াই’শ টাকা দরে কুমড়ার বড়ি বিক্রি হচ্ছে। এতে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, শীত মৌসুমে গ্রামের নারীরা কুমড়া বড়ি তৈরী করে বাড়তি আয় করছে। গ্রামীন নারীরা উপযুক্ত প্রশিক্ষণ ও পৃষ্টপোষকতা পেলে তারা নিজেদের ভাগ্য উন্নয়ন ও গ্রামীন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

 
       
       
      




 পাইকগাছায় সুলভ মূল্যে আটা বিক্রয় কার্যক্রম শুরু
    পাইকগাছায় সুলভ মূল্যে আটা বিক্রয় কার্যক্রম শুরু     খুলনায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা
    খুলনায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা     পাইকগাছায় পূবালী ব্যাংকের ২৩৯ তম উপশাখার যাত্রা শুরু
    পাইকগাছায় পূবালী ব্যাংকের ২৩৯ তম উপশাখার যাত্রা শুরু     পাইকগাছা পৌরসভার  ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা
    পাইকগাছা পৌরসভার  ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা     খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
    খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন     খুলনায় বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী
    খুলনায় বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী     জাতীয় সমবায় দিবসে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির স্বর্ণপদক লাভ
    জাতীয় সমবায় দিবসে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির স্বর্ণপদক লাভ     পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের ঘর নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভূমিহীন আনিচ গাজীর সংবাদ সম্মেলন
    পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের ঘর নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভূমিহীন আনিচ গাজীর সংবাদ সম্মেলন     পাইকগাছা পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষনা
    পাইকগাছা পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষনা     মাথা পিছু আয় বেড়ে ২৭৮৪ ডলার
    মাথা পিছু আয় বেড়ে ২৭৮৪ ডলার    