মঙ্গলবার ● ২৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » নড়াইলে ২৭ ফেব্রুয়ারি থেকে ১০দিনব্যাপী ‘সুলতান মেলা’
নড়াইলে ২৭ ফেব্রুয়ারি থেকে ১০দিনব্যাপী ‘সুলতান মেলা’
ফরহাদ খান, নড়াইল।
নড়াইলে আগামি ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ১০দিনব্যাপী সুলতান মেলা। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে সুলতান মঞ্চ চত্বরে এ মেলা শুরু হবে। চলবে ৮ মার্চ পর্যন্ত।
রোববার (২৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি আনজুমান আরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
সুলতান ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এবারের মেলায় থাকবে বিভিন্ন গ্রামীণ ক্রীড়া উৎসব-হাডুডু, কুস্তি, ঘোড়ার গাড়ীর দৌড়, ষাঁড়ের লড়াই, দড়ি টানাটানি, ভলিবল খেলা, মহিলাদের ভলিবল প্রতিযোগিতা, দড়ি টানাটানি, কাবাডি,শরীর গঠন প্রতিযোগিতা, লাঠিখেলা, চিত্রাংকন প্রতিযোগিতা, এসএম সুলতানের ও বরেণ্য চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শনী, কলাগাছে ওঠা, বাঁশের লাঠির দৌড়, জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নাটক, জারিগান, গম্ভীরাগান, লালনগীতি, সুলতান স্বর্ণপদক প্রদান ও সুলতানের জীবন ও দর্শন নিয়ে সেমিনার।
সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, এবারের সুলতান মেলা নড়াইলের ছয়জন বিশিষ্ট ব্যক্তির নামে উৎর্সগ করা হয়েছে। এরা হলেন-বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য প্রয়াত খন্দকার আব্দুল হাফিজ, সাবেক স্পিকার প্রয়াত সৈয়দ নওশের আলী, সাবেক এমপি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রয়াত এখলাস উদ্দিন আহম্মেদ, সমাজসেবক প্রয়াত মুন্সী ওলিয়ার রহমান, লেফটেন্ট্যাট প্রয়াত মতিয়ার রহমান ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত অমল সেন। মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের ৮০টি স্টল বসবে।