শনিবার ● ৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
মাগুরায় ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা

মাগুরা প্রতিনিধি : “ঈদ কার্ড বানিয়ে খোলা উদ্যানে,শৈশবে ফিরে যাই নব উদ্যনে” এ শ্লোগান নিয়ে মাগুরায় ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার সকাল ১০ টায় মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পরিবর্তে আমরাই নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-পরিচালক মো: নাসির উদ্দিন, মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মজুমদার । প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক শফিকুল ইসলাম শফিক,চিত্রশিল্পী আবুল আজাদ ও মনিরুল ইসলাম । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা । এ প্রতিযোগিতায় শহরের ভিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয় । পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষও অংশ গ্রহন করে ।
“পরিবর্তে আমরাই” সংগঠনের পরিচালক নাহিদুল রহমান দুর্জয় বলেন,আমাদের সংগঠনের ৭ম বার্ষিকীতে এ আয়োজন । মাগুরাতে এ সংগঠন বিভিন্ন সৃজনশীল কাজ করে থাকে । বিভিন্ন জাতীয় দিবসসহ নানা উৎসবে আমরা সৃজনশীল কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছি । মাগুরাতে আমরাই বির্তকের নানা কলাকৌশল শিক্ষার্থীদের শিখিয়ে থাকি । আগামীদিনে মাগুরাতে আরো ভালো কিছু সৃজনশীন কাজ আমরা করতে চাই । এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন ।






থিয়েটার ইউনিট মাগুরার ৩১ তম বর্ষে পর্দাপন
মাগুরায় সুবিধাবঞ্চিত কন্যা শিশুদের গ্রামীণ ক্রীড়া উৎসব
মাগুরায় শীতে ফুটপাতের পিঠার দোকানগুলো জমজমাট
পাইকগাছায় আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন
মাগুরায় প্রার্থনা আর শান্তির সম্প্রীতি মহামিলনে বড় দিন উদযাপন
মাগুরায় পল্লীকবি জসীম উদদীনের কবর কবিতার শতবর্ষ উদযাপন
পাইকগাছায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল খেলা অনুষ্ঠিত
মাগুরা লোক সংস্কৃতি কেন্দ্রের শিল্পী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা
“দেলুপি” মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি পাইকগাছায় কালের স্বাক্ষী হয়ে থাকবে -সংশ্লিষ্টদের অভিমত
শ্রীপুরে সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহাসম্মেলন 