শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২৫ জুন ২০১৯
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাতৃদুগ্ধ বিকল্পের বিপণন ও নিয়ন্ত্রণ আইন নিয়ে বিভাগীয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাতৃদুগ্ধ বিকল্পের বিপণন ও নিয়ন্ত্রণ আইন নিয়ে বিভাগীয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
৩৯৭ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাতৃদুগ্ধ বিকল্পের বিপণন ও নিয়ন্ত্রণ আইন নিয়ে বিভাগীয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

---
এস ডব্লিউ নিউজ: খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের আয়োজনে আজ খুলনা স্কুল হেলথ ক্লিনিকে মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, শিশুর বাড়তি খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুত ও ব্যবহার বিপণন নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ নিয়ে বিভাগীয় পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান।

বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ড. মোঃ খলিলুর রহমান, খুলনা মেডিকেল কলেজের পরিচালক ডা. এ ডি এম মোর্শেদ এবং পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ শামসুল আহসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে চমৎকার আইন আছে কিন্তু তার প্রয়োগ না থাকায় মাতৃদুগ্ধের বিকল্প খাদ্যের বিপণন চলছে। শিশুর জন্য মায়ের দুধই শ্রেষ্ঠ এটা বেশি বেশি প্রচার করতে হবে। মায়ের দুধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়লে বিকল্প দুধের প্রতি মানুষ আস্থা হারাবে। তাঁরা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ আইন বাস্তবায়নে কর্তৃপক্ষ থেকে শুরু করে স্টেকহোল্ডার সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

সভায় ১০ জেলার সিভিল সার্জনসহ খুলনা বিভাগের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)