শুক্রবার ● ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আশাশুনির কুলসুমিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় হাফেজদের পাগড়ী প্রদান
আশাশুনির কুলসুমিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় হাফেজদের পাগড়ী প্রদান
আশাশুনি : আশাশুনি সদর ইউনিয়নের শীতলপুর কুলসুমিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় হেফ্জ সম্পন্নকারী ৫ জন হাফেজকে পাগড়ী প্রদান করা হয়েছে। গতকাল মাদরাসা হল রুমে পাগড়ী প্রদানের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আকরাম হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক দেবাশীষ সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পরিচালক হারুন অর রশিদ, উপজেলা সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন ও মাদরাসা প্রতিষ্ঠাতার পিতা আলহাজ্ব আব্দুল আজিজ সরদার। সাংবাদিক আব্দুল আলিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফেজ আবু সাইদ, আলহাজ্ব আব্দুস ছাত্তার, আব্দুর রহিম, প্রতিষ্ঠাতার পুত্র তাহিয়ান হোসেন ত্বোহা, উপজেলা পরিষদের সি,এ নাজমুল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ তরিকুল ইসলাম ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হাফেজ ওছমান গনি বাপ্পী। অনুষ্ঠানে হেফ্জ সম্পন্নকারী হাফেজ মুস্তাফিজুর রহমান, হাফেজ সাইদুর রহমান, হাফেজ শিহাব উদ্দিন, হাফেজ তরিকুল ইসলাম ও হাফেজ ওছমান গনিকে পাগড়ী প্রদান করা হয়।