শুক্রবার ● ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যুবলীগনেতার মৎস্য ঘেরে হামলা : আহত ২
পাইকগাছায় যুবলীগনেতার মৎস্য ঘেরে হামলা : আহত ২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় বিপ্লব মন্ডল ও তোবারক হোসেন ভুট্টো’র নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র যুবলীগনেতা অনুপ ঘোষের মৎস্য লীজ ঘেরে হামলা চালিয়ে অনুপ ও তার ভাইপো সুমনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও হাতুড়ে পেটা করে মারাত্মক আহত করেছে। মারাত্মক আহত অনুপ ও সুমনকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হলে অনুপের বাম কাঁধের হাড় ভেঙ্গে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মারাত্মক আহত সুমন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় একাধিক দায়ের কোপ লাগায়২০ টি সেলাই দেয়া হয়েছে এবং সমস্ত শরীরে হাতুড়ি ও লোহার রডের আঘাতে মাংসপেশি থেতলে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
জানা গেছে, উপজেলার গদাইপুর গ্রামের যুবলীগনেতা অনুপ কুমার ঘোষ বাইশারাবাদ বিলে লীজ ও এফসিডিআর নিয়ে শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করে আসছে। উক্ত ঘের মঠবাটি গ্রামের তারাই সরদারের পুত্র তোবারক হোসেন ভুট্টো জবর দখল করার জন্য একাধিকবার হামলা চালিয়েছে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় অনুপ ও সুমন ঘেরে কাজ করছিল। এ সময় পৌরসভার বিপ্লব মন্ডল ও তোবারক হোসেন ভুট্টো’র নেতৃত্বে কেষ্ট মন্ডল, প্রদীপ মন্ডল, অরুন মন্ডল সহ ৫/৬জন অতর্কিত ঘেরে অনাধিকার প্রবেশ করে কিছু না বলেই অনুপ ও সুমনের উপর লাঠি, লোহার রড, হাতুড়ি ও দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে চলে যায়। তাদের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে আসামীরা চলে যায়। এ ব্যাপারে অনুপ কুমার ঘোষ বাদী হয়ে ঐ রাতেই পাইকগাছা থানায় অভিযোগ করেছে। পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






পাইকগাছায় সাজাপ্রাপ্তসহ তিন আসামি আটক
খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিলো সন্ত্রাসীরা
মাগুরায় নাটা গাড়ি উল্টে নিহত ১
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, মুসলিম সুইটসকে জরিমানা
পাইকগাছায় নাশকতা মামলাসহ তিন আসামি আটক
মাগুরায় জেলা পুলিশের সংবাদ সম্মেলন; নাশকতা মামলায় গ্রেফতার ৩
পাইকগাছায় ১০ বছরের দন্ডপ্রাপ্ত পালাতক আসামি গ্রেফতার
পাইকগাছায় লিছু গাছ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের পর দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা
পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর আটক 