শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিলো সন্ত্রাসীরা
প্রথম পাতা » অপরাধ » খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিলো সন্ত্রাসীরা
২৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিলো সন্ত্রাসীরা

---খুলনার বটিয়াঘাটা দারোগাভিটা এলাকার সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আক্তার আলী মোল্লা নামক এক যুবকের দুই হাতের কজ্বি কেটে নেওয়া হয়েছে।

আহত আক্তার আলী মোল্লা জানান, আজ সকাল ৮ টার দিকে নগরীর গল্লামারি সেতু থেকে মোটরসাইকেলে দুইজন পরিচিত সন্ত্রাসী তাকে নিয়ে যায় বটিয়াঘাটা থানার দারোগাভিটার বিলের মাঝখানে। ওইখানে আগে থেকেই আরো চারজন সন্ত্রাসী উপস্থিত ছিল। তারা নেওয়া মাত্র ৪ হাত-পা ধরে চাপাতি দিয়ে দুই হাতের কব্জি কেটে ফেলে চলে যায়। কিছুক্ষণ পরে তার চিৎকারে আশপাশের লোকজন সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত আক্তার আলী বলেন, যারা তাকে মেরেছেন সেই সন্ত্রাসীরা তার পূর্ব পরিচিত এবং তারা দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিলেন। সন্ত্রাসীরা মনে করেছিলেন মাদকের ব্যাপারে পুলিশকে সব কিছু জানিয়ে দিবে তাই এই ঘটনা ঘটায়।

আহত আকতার আলী মোল্লা নগরীর সোনাডাঙ্গা থানা দিন আরামবাগ এলাকার চানণ আলী মোল্লার পুত্র।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)