শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

SW News24
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
২১ বার পঠিত
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ

---নড়াইল প্রতিনিধি; নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া বিলের ফসলি জমি অবৈধ ভাবে দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও প্রান্তিক কৃষকদের আয়োজনে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মোচড়া বিলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা মান্নান মোল্যা, মঈনউল হাসান রাজু, পলি বেগম, রিয়াজুল আলম, ফাখন মুন্সী, আয়ুব মোল্যা, মনিরুজ্জামান, টিপু ফকির, ইউনুচ শেখসহ অনেকে।

বক্তারা বলেন, নড়াইলের মোচড়া গ্রামের রফিক শেখ দীর্ঘদিন ধরে বিলের তিন ফসলি জমি অবৈধ ভাবে দখল করে কোনো জমি খনন করেছেন। কোনো জমি ভরাট করেছেন। আবার বাঁধ নির্মাণ করে বিলের স্বাভাবিক পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এতে মোচড়া, গন্ধবাড়িয়াসহ আশোপাশের বেশ কয়েকটি গ্রামের কৃষক ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন।

প্রায় এক হাজার একর জমিতে ধান, পাট, রবিশষ্য চাষাবাদ বন্ধ হয়ে গেছে। এ কারণে প্রায় ১০০ কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। যা প্রচলিত ভূমি আইন, কৃষি জমি সুরক্ষা আইনসহ সরকারি নীতিমালার পরিপন্থী।

এছাড়া রফিক শেখ অনেকের বাড়ির জমি জোর করে দখল করেছেন। যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। আমরা অতিদ্রুত প্রশাসনের কাছে এসব ফসলি জমি রক্ষার আবেদন জানাচ্ছি।

অভিযুক্ত রফিক শেখ দাবি করে বলেন, আমি জমি কিনে এবং লিজ নিয়ে মাছের ঘের করেছি। জোর করে কোনো জমি দখল করিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)