সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় জামায়াতের প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদের ইট-ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়
পাইকগাছায় জামায়াতের প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদের ইট-ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়
পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ইট-ভাটা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় ফাইভ এসবি ইট-ভাটা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলেও জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারি পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন ও জননেতা মাওঃ আবুল কালাম আজাদ। শ্রমিকের অধিকার ও মানবিকতার আহ্বান মতবিনিময় সভায় মাওঃ আবুল কালাম আজাদ শ্রমিকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। ইসলাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে। তিনি ভাটা মালিকদের প্রতি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, উন্নত আবাসন এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানান। শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন এবং আপদকালীন সহায়তার বিষয়ে আলোচনা করা হয়। উৎপাদনের চাকা সচল রাখতে মালিক ও শ্রমিকের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বারোপ করা হয়। শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয়। সভায় ফাইভ এসবি ইট-ভাটার কয়েকশ শ্রমিক অংশগ্রহণ করেন। এসময় শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মাওঃ আজাদ তা ধৈর্য্যসহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






শ্রীপুরে গণভোটের পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা
মাগুরায় জামায়াতে নির্বাচনী প্রচারণা মিছিল ও গণ সংযোগ শুরু
মাগুরায় ১০ দলীয় ঐক্য জোটের সংবাদ সম্মেলন
আগামী বাংলাদেশ হোক সাম্প্রদায়িক সম্প্রীতির -সু প্রদীপ চাকমা
মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক
মাগুরায় দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ; বাতিল ৪
খুলনার দুটি আসনে জাপার দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল
শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপির কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ 