শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

SW News24
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় জামায়াতের প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদের ইট-ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় জামায়াতের প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদের ইট-ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়
২২ বার পঠিত
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জামায়াতের প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদের ইট-ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়

---পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ইট-ভাটা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় ফাইভ এসবি ইট-ভাটা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলেও জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারি পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন ও জননেতা মাওঃ আবুল কালাম আজাদ। ‎​শ্রমিকের অধিকার ও মানবিকতার আহ্বান ‎‎​মতবিনিময় সভায় মাওঃ আবুল কালাম আজাদ শ্রমিকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। ইসলাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে। তিনি ভাটা মালিকদের প্রতি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, উন্নত আবাসন এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানান। শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন এবং আপদকালীন সহায়তার বিষয়ে আলোচনা করা হয়। উৎপাদনের চাকা সচল রাখতে মালিক ও শ্রমিকের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বারোপ করা হয়। ‎শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয়। ‎​সভায় ফাইভ এসবি ইট-ভাটার কয়েকশ শ্রমিক অংশগ্রহণ করেন। এসময় শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মাওঃ আজাদ তা ধৈর্য্যসহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)