শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » নারী ও শিশু » শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের সভা
প্রথম পাতা » নারী ও শিশু » শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের সভা
৪৬৮ বার পঠিত
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের সভা

---

এস ডব্লিউ নিউজ:

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জীবনের জন্য প্রকল্পের আয়োজনে শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের দ্বাদশ সভা বুধবার সকালে কারিতাস বাংলাদেশের খুলনা আঞ্চলিক অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এতে সভাপতিত্ব করেন।

সভায় বক্তারা জানান, ঝুঁকিপূর্ণ শ্রম শিশুর শারীরিক ও মানসিক বিকাশের অন্তরায়। শিশুদের আগামীর উন্নত বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ৩৮ প্রকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের খাত চিহ্নিত করা হয়েছে। সরকার ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ হতে সকল প্রকার শিশুশ্রম বিলোপ করতে তৎপর। সুনির্দিষ্ট উপজেলাকে শিশুশ্রম মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করার মাধ্যমে শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়ার সম্ভাবনা সৃষ্টির বিষয়ে সভায় অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।

সভায় বাংলাদেশ বেতার খুলনার উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমেনা হালিম বেবী, জীবনের জন্য প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমান, অ্যাডভোকেসি এন্ড চাইল্ড প্রোটেকশন সমন্বয়কারী রামানুজ চন্দ্র রায়সহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)