শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » মিডিয়া » কেশবপুরে সাংবাদিকদের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান
কেশবপুরে সাংবাদিকদের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতনিধি:
যশোরের কেশবপুরে মহামারী করোনা ভাইরাসের দুঃসময়ে জীবনের ঝুকি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা নির্ভিক সাংবাদিকদের পাশে এসে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান যোদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কেশবপুর উপজেলায় কর্মরত দায়িত্বশীল ভুমিকা রাখা এসব সাংবাদিকদের হাতে নগদ ৫২ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে নিজের পেশাদারিত্বের প্রতি সম্মান জানিয়ে মানুষের দুঃসময়ে তাদের পাশে থেকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করায় তিনি সাংবাদিকদের ভুয়ষি প্রসংশা করেন। এবং সাংবাদিকদের আরো দ্বায়িত্বশীল ভাবে কাজ করার আহ্বান জানান। এসময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় সাংবাদিক নেতারা বলেন তারা সাহায্য চায়না তারা চায় তাদের প্রাপ্য সম্মান। এ সময় কেশবপুরে কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।