শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

SW News24
শুক্রবার ● ৩০ জুলাই ২০২১
প্রথম পাতা » সুন্দরবন » মোংলায় বিশ্ব বাঘ দিবসে বক্তারা বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষা করো বাঘ বাঁচাও সুন্দরবন বাঁচাও
প্রথম পাতা » সুন্দরবন » মোংলায় বিশ্ব বাঘ দিবসে বক্তারা বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষা করো বাঘ বাঁচাও সুন্দরবন বাঁচাও
৩২৪ বার পঠিত
শুক্রবার ● ৩০ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলায় বিশ্ব বাঘ দিবসে বক্তারা বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষা করো বাঘ বাঁচাও সুন্দরবন বাঁচাও

---



মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

 বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষা করতে হবে। বাঘ বাঁচলে যেমন সুন্দরবন বাঁচবে, ঠিক তেমনি সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। চোরাকারবারি সিন্ডিকেট এবং মুনাফালোভী ব্যবসা-বানিজ্য’র কারনে পরিকাল্পিত ভাবে বাঘ হত্যা এবং সুন্দরবনকে ধ্বংস করা হচ্ছে। ২০১০ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বাঘ শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত ছিলো ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুন করতে হবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা ব্যর্থ হচ্ছি। বাঘ ও সুন্দরবন বিনাশী সকল কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে মোংলায় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন সাংবাদিক ফোরাম, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে আলোচনা সভা, মানববন্ধন এবং বিকেলে “বাঘ দিবসে বাঘের গল্প” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব চত্বরে বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষার দাবীতে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য রাখেন সুন্দরবন সাংবাদিক ফোরাম মোংলার সভাপতি আহসান হাবীব হাসান, সাধারণ সম্পাদক সাংবাদিক আবু হোসাইন সুমন, বাপা নেতা নাজমুল হক, গীতিকার মোল্যা আল মামুন, কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, আলম গাজী, বিজন কুমার বৈদ্য, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার  মাহারুফ বিল্লাহ, শেখ রাসেল প্রমূখ। সকাল ১১টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে “বাঘ বাঁচাও, সুন্দরবন বাঁচাও” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আহসান হাবীব হাসান। আলোচনা সভায়  বক্তব্য রাখেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সুন্দরবন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু হোসাইন সুমন। আলোচনা সভা পরিচালনা করেন বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বৃহস্পতিবার  বিকেলে বাপা কেন্দ্রিয় কমিটির আয়োজনে “বাঘ দিবসে বাঘের গল্প” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সভাপতি সুলতানা কামাল। ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল। ওয়েবিনারে আলোচক ছিলেন বাপা’র কেন্দ্রিয় নেতা ফরিদ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল হাসান খান, জাবি অধ্যাপক এম এ আজিজ, যমুনা টেলিভিশনের সিনিয়র প্রতিবেদক সাংবাদিক মোহসীন-উল- হাকিম, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির, পশুর রিভার ওয়াটাকিপার মোঃ নূর আলম শেখ, বনজীবি বেলায়েত সরদার, জয়মনি ভিলেজ টাইগার রেসপন্স টিমের নান্টু গাজী প্রমূখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)