শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
সোমবার ● ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » ডাক্তার দেখাতে গিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ
প্রথম পাতা » অপরাধ » ডাক্তার দেখাতে গিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ
৩৩৯ বার পঠিত
সোমবার ● ২৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাক্তার দেখাতে গিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ

---



মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা থেকে ১৭ তাং মঙ্গলবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ রয়েছেন স্বামী-স্ত্রী দম্পতি। নিখোঁজ দীপ মণ্ডল পিতাঃ দিলীপ মন্ডল, এবং মিতালী মন্ডল স্বামি দীপ মন্ডল ১৭ দিনের তাদের একমাত্র বাচ্চা রেখে বাড়ি থেকে ডাক্তারের উদ্দেশ্যে বের হলেও এখনো পর্যন্ত ফিরে আসেনি।


পারিবারিক সূত্রে জানা যায় মঙ্গলবার দ্বীপ এবং মিতালী রামপাল উপজেলার ফয়লা নামক স্থানে সুন্দরবন ক্লিনিকে ডাক্তার দেখানোর জন্য বাসা থেকে বের হন কিন্তু সময়মতো তারা বাসায় না ফেরার কারণে তাদের ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন দেওয়া হলে নাম্বার বন্ধ পাওয়া যায়। এরপরে বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় যোগাযোগ করা হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।


 মেয়ের চাচা অরুন মল্লিক জানান রাতের বেলা আমার বেয়াইন ফোন দিয়ে জানতে চায় তাদের জামাই এবং মেয়ে আমাদের বাড়ি আসছে কিনা তখন আমারা ব্যাপারটা জানতে পারি এবং আমাদের আত্মীয় স্বজনসহ তাদের মোবাইল নাম্বার ও বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করা হলেও কোথাও কোন সন্ধান পাইনি। কারো সাথে শত্রুতা আছে কিনা জানতে চাইলে অরুন মল্লিক জানান আমাদের জামাই এবং তাদের ফ্যামিলি খুবই সহজ সরল আমাদের জানা মতে তাদের সাথে কারো কোন শত্রুতা নাই। তবে জামাই এবং মেয়ে নিখোঁজ হওয়ার ব্যাপারে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

 এ ব্যাপারে মংলা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান স্বামী-স্ত্রী নিখোঁজের একটি অভিযোগ আমরা পেয়েছি। আমরা তদন্ত করছি খুব শিগ্রই হয়তো নিখোজ হওয়ার  রহস্য উদঘাটন করা সম্ভব হবে।





আর্কাইভ