বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির শ্রীউলায় নৌকা প্রতিকের কর্মী ডাবলু খুন
আশাশুনির শ্রীউলায় নৌকা প্রতিকের কর্মী ডাবলু খুন
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনির শ্রীউলায় নৌকা প্রতিকের কর্মী ডাবলু খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে রাশেদ নামে এক ব্যক্তির চিংড়ি ঘের থেকে ডাবলুর মৃতদেহ উদ্ধার করা হয়। সরেজমিনে ঘুরে জানাগেছে, উপজেলার শ্রীউলা গ্রামের কহিনুর ইসলাম সরদারের পুত্র গোলাম রসুল ওরফে ডাবলু (২৭) বুধবার সন্ধ্যায় ওই গ্রামের মাঝের পাড়া জামে মসজিদে প্রাঙ্গনে ওয়াজ মাহফিল শুনতে যায়। রাত ১০টার দিকে বন্ধুদের থেকে আলাদা হয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ী ফেরেনি। সকাল ৭টার দিকে জনৈক এক বৃদ্ধা মহিলা আশাশুনি-কোলার প্রধান সড়কের ধারে রাশেদের মৎস্য ঘেরে একটি লাশ ভাসতে দেখে লোকজন ডাকা-ডাকি করতে থাকে। স্থানীয় লোকজন ছুটে এসে থানা পুলিশে খবর দেয়। পরে আশাশুনি থানার ওসি (তদন্ত) বিশ^জিত কুমার অধিকারী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ডাবলুর মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় ব্যক্তিরা ডাবলুর মৃতদেহ বলে সনাক্ত করে। ঘটনাস্থলে পুলিশ প্রাথমিকভাবে সুরোতহাল করাকালে দেখাগেছে ডাবলুর কপালে, দু’চোখ, ও গলায় ক্ষতচিহ্ন এবং অন্ডকোষ কাটা দেখতে পায়। এখবরে ডাবলুর বাড়ী লোকজন ছুটে এসে মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে এবং বিভিন্ন ব্যক্তির নাম ধরে ডাবলুর পিতা কহিনুর সরদার প্রলেপ করতে থাকে। এরিপোর্ট লেখা পর্যন্ত খুনের সাথে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এঘটনায় ওসি তদন্ত বিশ^জিত কুমার অধিকারী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত. ডাবলুর পিতা কহিনুর সরদার ও সহোদর বাবলু সরদার জানান ডাবলু দীর্ঘদিন বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিল ও নৌকা প্রতিকের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করে আসছিল। ইতোপূর্বে চেয়ারম্যানের প্রতিপক্ষ দলের আলাউদ্দীন লাকীর লোকজন রাশেদ, শাহেদ, নাছিম সহ কয়েকজন ডাবলুকে সাকিলের দল করায় কারনে অকারনে মারপিট করে আহত করেছিল। তাদের ধারনা পুলিশের সঠিক তদন্তে হত্যার সঠিক রহস্য ও প্রকৃত খুনীরা গ্রেপ্তার হবে।