শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইটভাটা ভাড়া নিয়ে প্রতারণা করায় বছিরের বিরুদ্ধে থানায় অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইটভাটা ভাড়া নিয়ে প্রতারণা করায় বছিরের বিরুদ্ধে থানায় অভিযোগ
৪২১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ইটভাটা ভাড়া নিয়ে প্রতারণা করায় বছিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

---

পাইকগাছা  প্রতিনিধিঃ পাইকগাছায় ইট ভাটা ভাড়া নিয়ে ভাড়া না দিয়ে প্রতারণা ও ভাটা দখলে পায়তারায় লিপ্ত রয়েছে বলে মোঃ বছির উদ্দীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইট ভাটা মালিক সৈয়দ মিনার হোসেন ১৬ ফেব্রুয়ারী পাইকগাছা থানায় বছির উদ্দীনের নামে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পাইকগাছার পুরাইকাটী মৌজায় মেসার্স এনএসবি ব্রিকস অবস্থিত। ২০১৯ সালের ১১ জুন ৭৫৫নং এফিডেভিড মুলে পাইকগাছার সরল গ্রামের সৈয়দ মিনার হোসেন মোঃ শাহিনুর রহমানের কাছ থেকে ভাটাটি ক্রয় করে ভোগ দখলে রয়েছেন। চলতি মৌসুমে নারায়নগঞ্জের মোঃ বছির উদ্দীন ভাটা পরিচালনা করবেন বলে সৈয়দ মিনারের সঙ্গে ১০ লক্ষ টাকা ভাড়া দেওয়ার কথা হয়। তিনি ভাটার ইট কাটা ও পুড়ানোসহ সকল জিনিসপত্র ব্যবহার করবেন এবং পাঁকা ইট বের হলে ভাড়ার টাকা পরিশোধ করবেন। কিন্তু পাঁকা ইট বের হওয়া পর তা বিক্রি শুরু করলেও বছির উদ্দীন ভাড়া টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে। ইতি মধ্যে ভাটার নাম মুছে দিয়ে এমবিবি মার্ক অবলম্বনে ইট প্রস্তুতসহ কার্যক্রম করছে। ১৬ ফেব্রুয়ারী সকাল ১০টায় সৈয়দ মিনার ভাটায় গিয়ে বছিরের নিকট ভাড়ার টাকা চাহিলে তিনি তালবাহানাসহ এক পর্যায়ে ভাড়া টাকা দিতে পারবেনা বলে শক্তি প্রদর্শন করে। এ ঘটনায় ভাটা মালিক সৈয়দ মিনার হোসেন সুবিচার পাওয়ার জন্য পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)