

বুধবার ● ২৯ জুন ২০২২
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবন থেকে বিষ দিয়ে মাছ ধরায় আটক ২জনকে জরিমানা
সুন্দরবন থেকে বিষ দিয়ে মাছ ধরায় আটক ২জনকে জরিমানা
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, ;খুলনার কয়রা উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে সুন্দরবন থেকে অবৈধভাবে বিষ দিয়ে ধরা ৮৬ কেজি চিংড়ি মাছসহ ২ জনকে আটক করেছে। এসময় তাদের দু’জনকে ৬০ হাজার টাকা জরিমানা কার হয়।
কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হকের নেতৃত্বে বুধবার (২৯ জুন) সকালে উপজেলার সদরের মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে (বিষ দিয়ে ধরা) ৮৬ কেজি চিংড়ি মাছসহ তাদের আটক করা হয়। আটক দু’জন হচ্ছে, উপজেলার সদর ইউনিয়নে ১ নং কয়রা গ্রামের মোঃ মোংলা শেখ (৫০) ও একই ইউনিয়নের ৬ নং কয়রা গ্রামের মোঃ আঃ রাজ্জাক গাজী পুত্র রায়হান গাজী (২৫)।
এ সময় তাদের কাছ থেকে জব্দ করা চিংড়ি মাছ কেরোসিন দিয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে। আটক মোংলা শেখকে ৫০ হাজার টাকা ও রায়হানকে ১০ হাজার টাকা মোট জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস ও মোঃ নাছির হোসেন।