শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

SW News24
বুধবার ● ২৯ জুন ২০২২
প্রথম পাতা » বিবিধ » কয়রার দক্ষিণ বেদকাশীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আব্দুস সালাম
প্রথম পাতা » বিবিধ » কয়রার দক্ষিণ বেদকাশীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আব্দুস সালাম
৩৮১ বার পঠিত
বুধবার ● ২৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রার দক্ষিণ বেদকাশীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আব্দুস সালাম

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,  খুলনার কয়রা উপজেলার ৭নং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আব্দুস সালাম খানকে। তিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১। ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল জেলহাজতে থাকায় ২৮ জুন খুলনার স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মোঃ ইউসুপ আলী স্বাক্ষরিত স্মারকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), আইন, ২০০৯ এর ৩৩ (২) ধারানুযায়ী প্যানেল চেয়ারম্যান হিসেবে আব্দুস সালাম খানকে দায়িত্ব অর্পণ করা হয়।
পরে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস স্বাক্ষরিত স্মারকে (যার নং-০৫.৪৪.৪৭৫৩.০০১.২০.০২৩.২২-৫৪৪) প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস সালাম খানকে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। ইউপি চেয়ারম্যানের অনুপুস্থিতিতে ইউনিয়ন পরিষদের সামগ্রিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেয়া হয়েছে তাকে।
প্রসঙ্গত্ব, কয়রায় পুলিশ কনস্টেবল মোঃ মফিজুল ইসলাম হত্যা মামলায় দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়লসহ চার আসামীকে জেলহাজতে প্রেরণ করে আদালত। গত ১০ মে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে শুনানী শেষে আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক সুনন্দ বাগচী। অন্যদিকে, মামলাটি তদন্ত শেষে ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়লসহ ৩৩জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা। ---২০১৩ সালের ৯ মার্চ কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশীর গোলখালী গ্রামে পুলিশ কনস্টেবল মোঃ মফিজুল ইসলাম হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছিল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)