মঙ্গলবার ● ১৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় আমিরপুর পক্ষকাল ব্যাপী মাঙ্গলিক পূর্জার ব্যাপক প্রস্তুতি
পাইকগাছায় আমিরপুর পক্ষকাল ব্যাপী মাঙ্গলিক পূর্জার ব্যাপক প্রস্তুতি
পাইকগাছায় আমিরপুর পক্ষকাল ব্যাপী মাঙ্গলিক পূর্জার ব্যাপক প্রস্তুতি
নিজস্ব প্রতিনিধি ॥
পাইকগাছা দক্ষিণ আমিরপুর পূর্বচক শ্রীশ্রী কালী মন্দির প্রঙ্গনে চর্তুযুগ ভগমানের লীলা মহাত্য ও বিভিন্ন দেব-দেবীর মাঙ্গলিক পূর্জার ব্যাপক প্রস্তুতি চলছে। বিভিন্ন কারুকার্য খচিত মন্দির নির্মাণ ও প্রায় আড়াই শত বিভিন্ন বেদ-দেবীর মূর্তির ভাষ্কাররা দিন রাত কাজ করছে। আগামী বৃহস্পতিবার থেকে পক্ষকাল ব্যাপী বিভিন্ন দেব-দেবীর পূজা ও নামযজ্ঞ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে অনুষ্ঠানে পরিচালক ও ব্যবস্থাপক দিলিপ কুমার মন্ডল জানান, এ অনুষ্ঠানকে মহাউসবে রূপদিতে দিন রাত কাজ চলছে। অনুষ্ঠানের রূপায়নে ও পরিকল্পনায় শ্রী প্রসাদ কুমার মন্ডল সহ সহযোগিবৃন্দ নিরালস পরিশ্রম করে চলেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল জীবের শান্তি কামনায় পরম করুণাময় স্রষ্ঠার সৃষ্টি কল্পকে মানব জীবনের পাথেয় করতে পূজা ও মাঙ্গলিক ক্রীয়ার আয়োজন করা হয়েছে।