সোমবার ● ১০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণে ২০০৯/৪২ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার রামনগর গ্রামে রাস্তাসংলগ্ন মোঃ হাসান খাঁ এর বাড়ির মধ্যে অস্থায়ী ঘরে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করায় নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। এসময় ২০হাজার টাকা জরিমনা, ১০টি পুশকৃত ইঞ্জেকশন ও ১২ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছ জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে খাওয়ার অনুপযোগী করা হয়। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ শাহজুল ইসলাম, পেশকার মোঃ মোজ্জাম্মল হোসেন, স্থানীয় মৎস্য আড়ৎ সভাপতি মোঃ আবু হোসেন।