শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

SW News24
শনিবার ● ১ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মামুদকাটি সড়কের কাজ শেষ না হতেই পিচ- খোয়া উঠে যাচ্ছে
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মামুদকাটি সড়কের কাজ শেষ না হতেই পিচ- খোয়া উঠে যাচ্ছে
১৫২ বার পঠিত
শনিবার ● ১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মামুদকাটি সড়কের কাজ শেষ না হতেই পিচ- খোয়া উঠে যাচ্ছে

 

পিচের রাস্তার দরকার নেই,ইটের রাস্তাই ভাল ছিল। ইটের রাস্তা তুলে পিচের রাস্তা করার মাত্র দুদিনের মধ্যে পিচ- খোয়া উঠে যাওয়ায় এমন ক্ষোভ প্রকাশ করছে এলাকাবাসী।

উপজেলা মামুদকাটি সড়কে অনির্বাণ লাইব্রেরী এখানে প্রতিষ্ঠিত। যেখানে প্রতিবছর দেশ বিদেশ থেকে মন্ত্রী, এমপি বিশিষ্ট খ্যাতিমান ব্যক্তিরা পরিদর্শন ও পর্যবেক্ষণে আসেন। যেখানে যাওয়ার এক মাত্র সড়কটি ইটের সলিং হওয়ায় পিচের সড়ক করার উদ্যোগ গ্রহণ করেন ত্রান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। কুরবানীর ঈদের দু/তিনদিন আগে তড়িঘড়ি করে বৃষ্টির মধ্যে কাজ শেষ করে চলে যায় সংশ্লিষ্ট ঠিকাদার। কাজ শেষ হতে না হতেই ছোট ছোট গাড়ী চলতেই পিচ খোয়া উঠে যাচ্ছে।হাত দিয়ে মুস্টি ভরে সহজে খোয়া তোলা যাচ্ছে। স্থানীয় বিশ্বজিৎ রাস্তা দিয়ে চলার সময় নতুন রাস্তায় খোয়া উঠতে দেখে হাত দিয়ে উঠিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন খুলনা- ৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর। তিনি বললেন”এমন পিচের রাস্তার দরকার নেই, ইটের রাস্তাই ভাল ছিল”। ঠিকাদার ডালিম হোসেন জানান, প্রায় দেড় কিলোমিটার কাজের অর্ধেক করা হয়েছে। এখনও শেষ হয়নি। তবে বৃষ্টির কারণে দু জায়গা নষ্ট হতে পারে। ঠিক করে দেয়া হবে। উপজেলা প্রোকৌশলী হাফিজুর রহমান জানান, সঠিকভাবে কাজ সম্পন্ন না হলে কাজ বুঝে নেয়া হবেনা। খুলনা- ৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, রাস্তার কাজে অনিয়ম হলে সেটা মেনে নেয়া হবেনা। ইজ্ঞিনিয়ার কে সঠিকভাবে কাজ ---সম্পন্ন করতে বলেছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)