রবিবার ● ১৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি নির্মাণাধীন নাট মন্দির এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি নির্মাণাধীন নাট মন্দির এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির নির্মাণাধীন নাট মন্দির এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নাট মন্দিরের ২৮ শ স্কয়ার ফুট ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি ও নির্মাণ কমিটির আহ্বায়ক সমিরণ কুমার সাধএ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি দেবব্রত কুমার রায়, সাধারণ সম্পাদক অখিল মন্ডল, নির্মাণ কমিটির সুরঞ্জন চক্রবর্তী, মনোহর চন্দ্র সানা, সদস্য বাবুরাম মন্ডল, সাবেক সেক্রেটারী সুভাষ মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল,দিপক কুমার মন্ডল, কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, সাবেক কাউন্সিলর প্রভাষ কুমার মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও পূর্ণ চন্দ্র মন্ডল, যুবলীগের এম এম আজিজুল হাকিম, জগদীশ রায়, মনোরঞ্জন ব্যানার্জী, ইঞ্জিঃ রথীন্দ্রনাথ, শ্যামপদ মন্ডল, করুণা মন্ডল, অনুকূল ব্যানার্জী, অরুন মন্ডল, সুনীল কুমার মন্ডল, প্রভাষক গোপাল চন্দ্র মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, পরিমল সরদার, প্রশান্ত মন্ডল, বাবুরাম মন্ডল, প্রশান্ত মন্ডল, শংকর মন্ডল, মধুসূদন বাছাড়, তুষার মন্ডল, ত্রিনাথ বাছাড়, রামপ্রসাদ সানা, কার্ত্তিক মন্ডল, রনজিৎ চক্রবর্তী, আমিও শীল, তপন ঘোষ, রামপ্রসাদ মন্ডল সহ গ্রামবাসী। উদ্বোধনী পূর্বে পুরোহিত্য করেন স্বপন কুমার চক্রবর্তী। দেশ জাতি ও গ্রামবাসীদের কল্যাণার্থে দুপুরে প্রসাদ বিতরণ করা হয়।