শনিবার ● ২৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » খুলনা-৬ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এস এম রাজু মাঠে নেমেছেন
খুলনা-৬ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এস এম রাজু মাঠে নেমেছেন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এস এম রাজু মাঠে নেমেছেন। খুলনার সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ নেতা এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য এস এম রাজু। তিনি ইতিমধ্যেই কয়রা-পাইকগাছার বিভিন্ন জায়গায় প্যানা ফেষ্টুন ক্যালেন্ডার সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে এমপি প্রার্থীতার লোগো যুক্ত গেঞ্জি বিতরণ করে প্রচারণা অব্যাহত রেখেছেন। এছাড়াও এস এম রাজু দক্ষিণ অঞ্চলের মানুষের সুখ দুঃখের অংশীদার হওয়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রচার প্রসার করার জন্য সহযোগিতা কামনা করেছেন। এস এম রাজু খুলনা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সোনাডাঙ্গা তাহার নিজের রাব্বি মটরস নামে একটি প্রতিষ্ঠান এর পাশাপাশি একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাহার পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ সোহরাব হোসেন খুলনার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দাদাও ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং খুলনার ৩১ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা। উল্লেখ্য, তিনি উপনির্বাচনে বাগেরহাট ৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনেছিলেন। এদিকে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সুন্দরবন সংলগ্ন কয়রা-পাইকগাছা (খুলনা-৬), এ এমপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বলে অত্র অঞ্চলের সকল শ্রেণীর পেসার মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। এছাড়াও আগমী ১২ ই নভেম্বর এর পর থেকে কয়রা- পাইকগাছায় জনসংযোগ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়ে সময় পার করবেন বলে জানিয়েছে এমপি প্রার্থী এস এম রাজু।