

রবিবার ● ১৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুরে ২মাসেও পাওয়া যায়নি নিখোজ প্রতিবন্ধী সোহানার সন্ধান
কেশবপুরে ২মাসেও পাওয়া যায়নি নিখোজ প্রতিবন্ধী সোহানার সন্ধান
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ২মাস পার হলেও নিখোজ কিশোরী সোহানা খাতুন এর কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোজ সোহানার পরিবার অনেক খোজাখুজির পরে সোহানাকে না পেয়ে গত ৩ অক্টোবর-২৩ ইং তারিখে কেশবপুর থানায় একটি সাধারন ডাইরী করে। যার নং ১৪১,তাং ০৩/১০/২০২৩ ইং। কেশবপুর থানায় করা সাধারন ডাইরী ও পারিবারিক সুত্রে জানাগেছে, উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামের মৃত মিলন সানার মেয়ে মানষিক প্রতিবন্ধী সোহানা খাতুন (১৫) গায়ের রং উজ্জল, লম্বায় ৪ফুট ৫ইঞ্চি, চুল লম্বা, রক্তের গ্রুপ বি-পজেটিভ। গত ১৯ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল থেকে নিখোজ হয়েছে। হারানোর সময় তার গায়ে হাফ হাতা টি শার্ট ও পায়ে সেন্ডেল ছিল। সাম্ভব্য সব জায়গায় খোজা-খুজির পর না পেয়ে তার পরিবারের পক্ষে নিখোজ সোহানার ফুফু ফেরদৌসী বেগম কেশবপুর থানায় একটি সাধারণ ডাইরী করে। কোন স্বহৃদয় ব্যাক্তি তার সন্ধান পেলে মুঠোফোন -০১৭৭০০৯৩৯৪১ নাম্বারে যোগাযোগ করতে বিনীত অনুরোধ জানিয়েছেন নিখোজ সোহানার ফুফু ফেরদৌসী বেগম।