শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

SW News24
শনিবার ● ৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বারনমারী-ভেটকা খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন -রশীদুজ্জামান-এমপি
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বারনমারী-ভেটকা খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন -রশীদুজ্জামান-এমপি
৬০ বার পঠিত
শনিবার ● ৯ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বারনমারী-ভেটকা খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন -রশীদুজ্জামান-এমপি

--- পাইকগাছায় লস্করের বারনমারী ও ভেটকা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। তিনি শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা ও মাটি কেটে স্মার্ট কৃষি কাজে জনগুরুত্বপূর্ণ ৩কিঃ মিটার দীর্ঘ এ খালের খনন কাজের উদ্বোধন করেন।

সংশ্লিষ্টরা বলছেন, নেদারল্যান্ডস দুতাবাসের আর্থিক সহয়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওযার্ক এশিয়া ও উত্তরণ সফলফর ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এ খাল খনন করা হচ্ছে। লস্কর চৌকিদার মোড় বাজারে আয়োজিত সভায় খনন কমিটির সভাপতি আজিজুর রহমান গাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ ড,এসএম ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন, আঃ মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস।

প্রভাষক আঃ ওহাব বাবলুর সঞ্চালনায় এ সভায় আরোও উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আওয়ামী লীগ নেতা বিভুতী ভূষন সানা,বিজন বিহারি সরকার,স্নেহেন্দু বিকাশ, আঃ কুদ্দুস সানা,উত্তরন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন, প্রজেক্ট অফিসার ধীমান গাইন,উত্তরন কর্মকর্তা নাজমুল বাসার, দিবাকর দে,জুয়েল পারভেজ, শরিফুল ইসলাম, তানভির,মনিরুল ইসলাম,আলহাজ্ব বজলুর রহমান, রেজাউল করিম,ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, আরবিন্দ মন্ডল, শেখর ঢালী,নাছিমা বেগম,ময়না বেগম,জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়,উপজেলা কমিটির সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তীসহ অনেকে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)