শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক
১৩৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক

---মাগুরা প্রতিনিধি : হেমন্তের শুরুতেই মাগুরার মাঠে মাঠে  সোনালী ধান শোভা পাচ্ছে। বাতাসের হাওয়ায় দুলছে সোনালি ধান। কাক ঢাকা ভোর থেকে  মাঠে মাঠে কৃষানিরা দলে দলে এক হয়ে কাটছেন ধান। ধান কেটে মাঠে কয়েক দিন রেখে  বাড়িতে নিয়ে যাচ্ছে কৃষক। আবার অনেক কৃষক  মাঠেই ধান মাড়াই করে গাড়িতে করে বাড়ি নিয়ে ফিরছেন ধান। ভোর থেকে বিকাল পর্যন্ত মাঠে মাঠে চলে ধান কাটা।মাগুরা সদরের  নালিয়ার ডাঙ্গী গ্রামের কৃষক  সমীর শেখ জানান, আমি দুই বিঘা জমিতে ধান চাষ করেছি। ধানের ফলন এবার ভালো হলেও  অনেক ধানে সেটা থাকায়  আমি বিপাকে আছি। পুরো উদ্যোগে ধান কাটা ও মাড়াই চলছে। এদের অর্ধেক ধান ঘরে তুলতে পেরেছি। বাকি ধান আশা করছি ঘরে তুলতে পারবো।
সদরের বাগডাঙ্গা গ্রামের  কৃষক নির্মল বিশ্বাস বলেন, ধানের ফলন ভালো  কিন্তু  চিটা তার কারণে এবার ধানের  দাম কম হবে। আমার অর্ধেকের বেশি কাটা শেষ। এখন মাঠে  তুমি একটা কাজ করছে ধান কাটার। আবহাওয়া ও পরিবেশ ভালো থাকায় এবার সঠিক সময়ে ধান ঘরে তুলতে পারছি।
সদরের চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের নাসিম উদ্দিন বলেন, আমি চার বিঘা জমিতে ধানের আবাদ করেছি । ধান কাটা প্রায়ই শেষ। বাড়িতে চলছে মাড়ায়ের কাজ। এবার পরিবেশ ভালো থাকায়  ধান ঘরে তুলতে পেরেছি। গতবার ধানের দাম ভালো পেয়েছিলাম। আশা রাখছি এবার ধানের দাম ভালো পাব।
সদরের নরসিংদী হাটি গ্রামের কৃষক জামিল হোসেন বলেন, আমি পাঁচ বিঘা জমিতে  ধান চাষ করেছি। আবহাওয়া পরিবেশ ভালো থাকায় এবার  ধানের ফলন ভালো।  প্রায় ৬০ শতাংশ জমির ধান ঘরে তুলতে সক্ষম হয়েছে। ধান কাটার শ্রমিক বর্তমানে সংকট থাকায়  ধান কাটতে দেরি হচ্ছে। তাই আশা রাখছি এ মাসের মধ্যেই ধান কেটে ঘরে আনতে পারব।
মাগুরা কৃষি বিভাগ বলছে,এবার আবহাওয়া ও পরিবেশন অনুকূল থাকায় কৃষক সঠিক সময় ধান কেটে ঘরে তুলতে পারছে। জেলার অধিকাংশ মাঠে এখন চলছে কৃষকের ধান কাটা। আবার অনেক কৃষক ধান মাড়াই কাজ শেষে বাজার বিক্রি করতে সক্ষম হচ্ছে। এবার জেলায় ৬১ হাজার ৯৫৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)