শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২

SW News24
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
২০ বার পঠিত
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

খুলনায় ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠান ০৪ জানুয়ারি রবিবার বিকালে নগরীর শিববাড়ি বিসিক চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক।

প্রধান অতিথি বলেন, বিসিক মেলার বিশেষত্ব হলো এটি একটি উদ্যোক্তা মেলা। ক্ষুদ্র ও কুটির হস্তশিল্পের উদ্যোক্তাদের অধিকাংশই নারী। নারীরা এই ছোট পরিসরে উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে সফলতা অর্জন করার পাশাপাশি দেশের অর্থনৈতির ক্ষেত্রে অবদান রাখছে। তিনি আরও বলেন, বিসিক মেলার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তরা তাদের পণ্যের প্রসারতা ও ব্রান্ডিং করা সুযোগ পেয়ে থাকে। এ মেলার মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়।

---খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ-আল-মাসুম ও বিসিকের আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদার। স্বাগত বক্তৃতা করেন বিসিক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তাহেরা নাসরীণ। শুভেচ্ছা বক্তৃতা করেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক খুলনা জেলা কার্যালয় এ মেলার আয়োজন করে। ৪০টি স্টলে উদ্যোক্তা মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)