শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » মাগুরায় পাটকাটিতে জীবন জীবিকা নদী তীরবর্তী কৃষকদের
মাগুরায় পাটকাটিতে জীবন জীবিকা নদী তীরবর্তী কৃষকদের
মাগুরা প্রতিনিধি : পাটকাটিতে জীবন জীবিকা নির্ভর করছেন মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর তীরবর্তী অঞ্চলের কৃষকরা। পৌষের শুরুতে নদীতীরবর্তী এ অঞ্চলের কৃষকরা বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করেন পাটকাটি। মোহাম্মদপুরের ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে এ পাটকাটি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন জাফর শেখ।
জাফর শেখ বলেন, কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ মাসে মোহাম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রাম মহল্লা থেকে আমরা পাটকাঠি সংগ্রহ করে নিয়ে আসি। তারপর এ পাটকাঠি পরিষ্কার করে আটি বাধা হয়। প্রতি মন পাট ৭-৮ শ টাকা বিক্রি করি আমরা। আমাদের সংগৃহীত এ পাটকাটি মোহাম্মদপুর,মাগুরার বিভিন্ন স্থানে বিক্রয় করা হয়। তাছাড়া আমাদের এই পাটকাটি ঢাকা, ফরিদপুর, বরিশাল,শরীয়তপুর চাঁদপুরসহ স্থানের মহাজনরা আমাদের নিকট থেকে সংগ্রহ করেন।
তিনি আরো জানান বর্তমানে মাগুরার বিভিন্ন কারখানায় এ পাটকাটি সংগ্রহ করেন মহাজনরা। মাগুরা রামনগর সংলগ্ন চায়নাদের কারখানায় আমাদের পাটকাটি বিক্রয় করা হয়।
শালিখার বরইচারা কাত্তিক বিশ্বাস জানান, আমাদের গ্রামের অনেক কৃষক পাটকাটি জীবিকা নির্বাহ করছে। আমাদের গ্রামের পাশে খাল বিল থাকায় খানের কৃষকরা প্রচুর পাট উৎপাদন করে। তাদের উৎপাদিত পাট থেকে অনেক পাটকাটি হয়।পাটকাটি বাড়ির প্রয়োজনীয় কাজে ব্যবহার করে বাকি অংশ কৃষকরা বিক্রি করে থাকেন । বর্তমানে আমাদের গ্রামের অধিকাংশ কৃষকরা পাটকাটি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন । পাশাপাশি আমাদের গ্রামের পাটকাটি অঞ্চলে বিক্রি করা হচ্ছে। আমাদের এখানে প্রতি মন পাট ৬-৭ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া ভ্যানে করে অনেক কৃষক বিভিন্ন স্থানে গিয়ে এ পাটকাটি বিক্রি করে থাকেন। শহরেও আজকাল মানুষেরা বিভিন্ন কাজে পাটকাটি ব্যবহার করে থাকেন। তাই দিন দিন পাটকারির সহজ লভ্যতা বাড়ছে।






১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
নড়াইলে ইজি ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন ক্রিকেটার আশরাফুল
যশোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খাঁটি গুড় তৈরি কার্যক্রম উদ্বোধন
পাইকগাছায় বাণিজ্যিকভাবে দুম্বা পালন করে সফল আশরাফুজ্জামান
প্রকৃতিতে শীত উঁকি দিচ্ছে, বাড়ছে লেপ-তোশকের চাহিদা
মাগুরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা
পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাগ দিয়ে পাকানো কলার চাহিদা বাড়ছে
পাইকগাছায় সুপারির হাট বাজারে জমে উঠেছে 