শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

SW News24
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » মাগুরায় পাটকাটিতে জীবন জীবিকা নদী তীরবর্তী কৃষকদের
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » মাগুরায় পাটকাটিতে জীবন জীবিকা নদী তীরবর্তী কৃষকদের
২৯ বার পঠিত
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় পাটকাটিতে জীবন জীবিকা নদী তীরবর্তী কৃষকদের

---মাগুরা প্রতিনিধি : পাটকাটিতে জীবন জীবিকা নির্ভর  করছেন মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর তীরবর্তী অঞ্চলের কৃষকরা। পৌষের শুরুতে নদীতীরবর্তী  এ অঞ্চলের কৃষকরা  বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করেন পাটকাটি। মোহাম্মদপুরের  ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে এ পাটকাটি বিক্রি করে  জীবিকা নির্বাহ করছেন  জাফর শেখ।
জাফর শেখ বলেন, কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ মাসে মোহাম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রাম মহল্লা থেকে আমরা পাটকাঠি  সংগ্রহ করে নিয়ে আসি। তারপর এ পাটকাঠি পরিষ্কার করে আটি বাধা হয়। প্রতি মন পাট ৭-৮ শ টাকা বিক্রি করি আমরা। আমাদের সংগৃহীত এ পাটকাটি মোহাম্মদপুর,মাগুরার বিভিন্ন স্থানে  বিক্রয় করা হয়। তাছাড়া আমাদের এই পাটকাটি ঢাকা, ফরিদপুর, বরিশাল,শরীয়তপুর চাঁদপুরসহ স্থানের মহাজনরা আমাদের নিকট থেকে সংগ্রহ করেন।
তিনি আরো জানান বর্তমানে মাগুরার বিভিন্ন  কারখানায় এ পাটকাটি সংগ্রহ করেন মহাজনরা। মাগুরা রামনগর সংলগ্ন চায়নাদের কারখানায় আমাদের পাটকাটি বিক্রয় করা হয়।
শালিখার বরইচারা কাত্তিক   বিশ্বাস জানান, আমাদের  গ্রামের  অনেক কৃষক পাটকাটি জীবিকা নির্বাহ করছে। আমাদের গ্রামের পাশে খাল বিল থাকায়  খানের কৃষকরা প্রচুর পাট উৎপাদন করে। তাদের উৎপাদিত পাট  থেকে অনেক পাটকাটি হয়।পাটকাটি বাড়ির প্রয়োজনীয় কাজে ব্যবহার করে বাকি অংশ কৃষকরা  বিক্রি করে থাকেন । বর্তমানে আমাদের গ্রামের অধিকাংশ কৃষকরা পাটকাটি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন । পাশাপাশি আমাদের গ্রামের পাটকাটি অঞ্চলে বিক্রি করা হচ্ছে। আমাদের এখানে প্রতি মন পাট ৬-৭ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া ভ্যানে করে অনেক কৃষক বিভিন্ন স্থানে গিয়ে  এ পাটকাটি বিক্রি করে থাকেন। শহরেও  আজকাল মানুষেরা বিভিন্ন কাজে পাটকাটি ব্যবহার করে থাকেন। তাই দিন দিন পাটকারির সহজ লভ্যতা বাড়ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)