সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » মাগুরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা
মাগুরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ রাখতে সভা সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। পেঁযাজের মূল্য সহনীয় পর্যায় রাখার ব্যাপারে সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডাঃ শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা চেম্বারে সভাপতি আখতার হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষনে অধিদপ্তরের সহকারি পরিচালক সজল হোসেন, কুষি বিপনন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, মাগুরা বনিক সমিতির সম্পাদক হুমাউন কবীর রাজা, মাগুরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা এবং পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখার প্রতি গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রনে রাখতে ব্যবসায়ীদের মতামত জানতে চান। ব্যবসায়ীরা জানান, এক মাস এ সমস্যা চলতে পারে। এর মধ্যে মুড়ি পেঁয়াজ বাজারে এসে যাবে। তবে বাজার মনিটর এর দ্বায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা পেঁয়াজ আমদানীর উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, আগামী রমজানকে সামনে রেখে পেঁয়াজ আমদানি না করলে নিয়ন্ত্রনে রাখা সমস্যা দেখা দিতে পারে। জেলা প্রশাসক এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।






পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাগ দিয়ে পাকানো কলার চাহিদা বাড়ছে
পাইকগাছায় সুপারির হাট বাজারে জমে উঠেছে
পাইকগাছায় ভোরবেলার গাছের চারার হাট জমে উঠেছে
মাগুরায় সবজির বাজারে আগুন, বিপাকে ক্রেতারা
পাইকগাছায় অতিবৃষ্টি ও রৌদ্রতাপে নার্সারীতে ৭০ লাখ টাকার চারা মরে গেছে
বর্ষায় পাইকগাছায় নার্সারিতে গাছের চারা বিক্রির হিড়িক পড়েছে
পাইকগাছায় বর্ষায় ছাতা কারিগরদের কদর বেড়েছে
মাগুরায় কোরবানির চামড়ার দাম কম; বিপাকে ব্যবসায়ীরা 