শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২

SW News24
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন
৩৬ বার পঠিত
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন

 ---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আওয়ামী লীগের দোসর গাজী শফিকুল ইসলাম সাংবাদিকের পরিচয় দিয়ে মোহাম্মদ মিনারুল ইসলামকে ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৫ জানুয়ারি  রবিবার দুপুরে পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজার গরু হাট সংলগ্ন মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসর গাজী শফিকুল ইসলাম রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মোহাম্মদ মিনারুল ইসলামকে সাংবাদিক পরিচয়ে মাঠে নামিয়ে বিভিন্ন ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা দাবি করে আসছেন। সাথে রয়েছে তৌহিদুল ইসলাম ও সরদার মুকুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। এছাড় ইটভাটা ব্যবসায়ী খলিলুর রহমানের কাছ বিশ হাজার টাকা চাঁদা নিয়েছে বলে জানান। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার মতো সম্মানজনক পেশাকে ব্যবহার করে চাঁদাবাজি করা শুধু অপরাধই নয়, এটি গণমাধ্যমের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করছে। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন, ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান। এসময়ে বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম, ওসমান গনি, আবেদা খাতুন, পরিতোষ কুমার, ইউনুস আলী সরদার, বজলুর রহমান, আবু সুফিয়ান টিক্কা, লুৎফর রহমান সহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের দ্রুত তদন্তপূর্বক শাস্তির দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)