মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » মাগুরায় সরিষার বাম্পার ফলনের আশা
মাগুরায় সরিষার বাম্পার ফলনের আশা
মাগুরা প্রতিনিধি : পৌষের শুরুতে মাগুরার বিভিন্ন মাঠে মাঠে হলুদ সরিষা ফুল বাতাসে দোল খাচ্ছে। চারিদিকে হলুদের সমারোহ। মাঠে সরিষার ফুল দেখে মনে হয়,যেন কেউ হলুদের গালিচা বিছিয়ে রেখেছে। সরিষা ফুলের এই হলুদের হলুদের ভাব প্রকৃতিকে করেছে সৌন্দর্য মন্ডিত। হলুদের এই সরিষা ফুল দেখতে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত দর্শনার্থীরা ভিড় করছেন মাঠে মাঠে । কেউ সরিষা ফুলের মাঝে ছবি তুলছেন, আবার কেউ কেউ নিচেই লাইভ করছেন।
সরজমিন মাগুরা সদরের আবালপুর, দেড়ুয়া,পাকাকাঞ্চনপুর,সত্যপুর,রাঘবদাড়,পাটকেলবাড়ি গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে চারিদিকে হলুদ সরিষা ফুলের সমারোহ। আবার কোন কোন মাঠে হলুদ ফুল থেকে সরিষার ফল হয়েছে।
জেলা কৃষি বিভাগ বলছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় সরিষার বাম্পার হবে বলে আমরা আশা রাখছি। ইতি মধ্যেই মাগুরা জেলার বিভিন্ন মাঠে মাঠে এখন সরিষা ফুল শোভা পাচ্ছে। আবার অন্য কোন মাঠে ফুল থেকে ফল আসতে শুরু করেছে। এবার জেলায় ২২ হাজার ৮৯৩ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তার মধ্যে সদরে ১০ হাজার ৪০৮ হেক্টর,শ্রীপুরে ১ হাজার ৪০৫ হেক্টর,শালিখায় ৭ হাজার ৩৬০ হেক্টর ও মহম্মদপুরে ৩ হাজার ৭২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এ বছর সরিষার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৯০ হেক্টর।
মাগুরা সদরের নরসিংহাটি গ্রামের সরিষা চাষী জামিল মিয়া জানান, এবার আমি ২ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। এ চাষে খরচ কম, পরিশ্রম নেই। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা খুব ভালো হয়েছে। আমার জমিতে এখন সরিষার আসতে শুরু করেছে। আমি দুই মাসের মধ্যেই সরিষা ঘরে ওঠাতে পারব বলে মনে করছি
সদরের ছয়চার গ্রামের কৃষক শফিকুল জানান, এবার আমি ১ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি।এ চাষে আমি প্রতিবারই ভালো ফল পেয়ে থাকি। গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় আমার জমিতে সরিষার ভালো ফলন হবে বলে আশা রাখছি।
সদরের চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের নাজিম উদ্দিন জানান, আমি এবার তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। এ চাষে বছর আমি ভালো ফলন পেয়ে থাকি। এখন সরিষা মাঠে মাঠে হলুদ ফুল শোভা পাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই এই ফুল থেকে সরিষার ফল আসতে শুরু করবে। তারপর দেড় থেকে দুই মাসের মধ্যে সরিষা পাকা শুরু করবে।
মাগুরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক কৃযিবিদ মোঃ তাজুল ইসলাম বলেন,এবার আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় জেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছি। তীব্র শীত,কুয়াশা ও শৈত প্রবাহে সরিষার তেমন ক্ষতি হবে না বলে মনে করছি। এবার এ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।






মাগুরায় আগাম পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কমে কৃষক হতাশ
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত
পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
কেশবপুরে তুলার আবাদে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে চাষীরা
মাগুরায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক
পাইকগাছায় আমন ধান কাটা উৎসব শুরু
পাইকগাছায় আপনা আপনি জন্ম নেয়া একটি ডাট শাক ৯ ফুটের বেশী উচু হয়েছে
পাইকগাছায় হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষক 