শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২

SW News24
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » কৃষি » শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
প্রথম পাতা » কৃষি » শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
১৯ বার পঠিত
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি

--- খুলনার পাইকগাছায় শীতকালে রাস্তার ধারের গাছের উপর লতা জাতীয় শিমসহ সবজি চাষ একটি জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি। শীতকালে রাস্তার গাছের উপর শিম চাষ করলে একদিকে যেমন পুষ্টিকর সবজি পাওয়া যায়। কম খরচে শীতের শুরুতে ভালো দাম ও অধিক ফলন পাওয়া যায়। কম খরচ ও বিনা পরিশ্রমে কৃষক বেশী লাভবান হচ্ছে।

পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তার পাশে চোট গাছ ও বেড়ার উপর শীত কালে শিম, বরবটি, কুমড়া,করলা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। রাস্তার পাশের গাছ ও বেড়া লতানো ঢেকে রাখা গাছ  ফল ফুলে ভরে রয়েছে। উপজেলার গদাইপুর, রাড়ুলী, হরিঢালী, কপিলমুনির বিভিন্ন গ্রামের রাস্তার পাশে ও আইলের গাছে শিম বরবটির গাছ দোল খাচ্ছে।

কার্তিক-অগ্রহায়ণ মাসে বীজ বপনের উপযুক্ত সময়। রাস্তার ধারের বড় গাছের গোড়া থেকে ১-২ ফুট দূরে ২ ফুট বাই ২ ফুট আকারের গর্ত করতে হয়। গর্তের মাটি রোদে শুকিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার বা গোবর সার মিশিয়ে নিতে হবে। শীতকালে পোকার আক্রমণ কম হয়, ফলে সার ও কীটনাশকের প্রয়োজনও কম পড়ে। রাস্তার পাশে ধুলো বেশী থাকে গাছের পাতায় লেগে থাকে তাই মাঝে মাঝে পানি দিয়ে ধুয়েও গাছের গোড়া পানি দিয়ে পরিচর্যা করলেই হয়। এতেই শীতের শুরুতেই ভালো ফলন পাওয়া যায়।

শীতকালে রাস্তার গাছের উপর সিম চাষ একটি চমৎকার পদ্ধতি। এতে মাচা তৈরি করা লাগে না খরচ বাঁচে। শিম গাছ স্বাভাবিকভাবেই আশেপাশের গাছকে অবলম্বন করে বাড়ে, সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে দেয় এবং শীতের শুরুতে ভালো ফলন দেয়। এই পদ্ধতিতে বীজ বপন করে গাছের গোড়ায় বাউনির ব্যবস্থা করে বা সরাসরি বড় গাছের কাণ্ডে বা ডালে তুলে দিলে শিম চাষ করা হয়, যা প্রচলিত পদ্ধতির চেয়ে সহজ ও লাভজনক।

পাইকগাছা উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন বলেন, বিনা চাষে শীতকালে রাস্তার ধারে বেড়া ও গাছে লতা জাতীয় শিম চাষ একটি লাভজনক পদ্ধতি। কম খরচ ও বিনা পরিশ্রমে কৃষক বেশী লাভবান হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)