

বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বৃষ্টির জন্য নামাজ ও দোয়া প্রার্থনা
মাগুরায় বৃষ্টির জন্য নামাজ ও দোয়া প্রার্থনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। প্রচন্ড গরম সঙ্গে কাঠফাটা রোদে কাবু হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে বৃষ্টির জন্য মাগুরা শ্রীপুর উপজেলায় খামারপাড়া সিদ্দিকিয়া আহম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে (সালাতুল ইসতিসকা) নামাজ ও দোয়া প্রার্থনা করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় শ্রীপুর উপজেলা খামারপাড়া মাদ্রাসা মাঠে এ নামাজের আয়োজন করে। নামাজে ইমামতি করেন খামার পাড়া বাজার জামে মসজিদে ইমাম কাজী আবু হাসান । নামাজ শেষ দোয়া পরিচালনা করেন শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল কাদের সিদ্দিকী। এতে খামার পাড়াসহ বিভিন্ন গ্রাম থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়। খামারপাড়া স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, এপ্রিল মাস ধরে বেশি তাপমাত্রা ও গরম অনুভুত হচ্ছে। এতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। মাঠের ফলস শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা হয়। ধর্মমতে এতে সালাতুল ইসতিসকার বলা হয়। এই নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেছেন মুসল্লিরা।