বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » জগদল গ্রামে চার খুনের বিচারের বাদীতে মাগুরায় সংবাদ সম্মেলন
জগদল গ্রামে চার খুনের বিচারের বাদীতে মাগুরায় সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিনিধি : মাগুরা ৮ নং জগদল ইউনিয়নে গত ১৫ অক্টোবর ২০২১ সালে দক্ষিণ জগদলের একই পরিবারের ৩ ব্যক্তিকে নৃসংশভাবে হত্যাকারী রফিক চেয়ারম্যানের সন্ত্রাসী গ্রুপ এর দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে । গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে এ সংসাদ সম্মেলন করে নিহতের পরিবার ও ৮ নং জগদল ইউনিয়নবাসী ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আব্দুর রহমানের ছেলে ওমর ফারুক । সংবাদ সম্মেলনে তিনি জানান,ঘটনার দিন জগদল দক্ষিণ পাড়া জনৈক হাকিম এর মুদি দোকানের পূর্ব দিকে আব্দুর রহিম মাষ্টারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর আমার পিতা সবুর মোল্যা,চাচা কবীর মোল্যা ও আব্দুর রহমান মোল্যা পৌছানোর সাথে সাথে পূর্ব পরিকল্পনা অনুসারে ওৎ পেতে থাকা রফিক চেয়ারম্যানের সন্ত্রাসী গ্রুপ নজরুল, মন্জু, পবন,আলমগীরসহ অনেকে তাদের উপর চড়াও হয় । সে সময় তারা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে হত্যা করে । তারপর আমরা মামলা করার জন্য প্রশাসনের দারস্ত হলে তৎকালীন এমপি-১ সাইফুজ্জামান শিখরের চাপে মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে রফিক চেয়ারম্যান নাম বাদ দিলে ৬ দিন পর মামলা গ্রহন করা । চাচাদের হত্যা মামলা ও আরেক চাচা ইমরান হত্যা মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করে দীর্ঘ সময় ধরে তদন্তে রেখে দলীয় ক্ষমতায় আমাদের মামলার কয়েকজন আসামীতে অব্যহতি দেওয়া হয় । মামলার সত্যতা গোপন রেখে দেওয়া হয় চার্যশিট । মামলাটি দীর্ঘ ৩ বছরে আওয়ামীলীগের দলীয় চাপে কোন অগ্রগতি হয়নি । এ মামলার বাদী আমার চাচা আনোয়ার । এ মামলায় ৬৮জন কে আসামী করা হয় । মামলা নং ৩৪২/২১ । মামলা করার পর পরই আমাদের উপর নানা ভাবে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়া হয় । মামলাটি বর্তমানে মাগুরার বিজ্ঞ অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতে বিচারাধীন । তিনি আরো বলেন,মামলার খুনি আসামীরা সদরের বেল নগর মাজেদ মোল্যার পুত্র খাইরুল ইসলাম পিপলু যিনি স্বৈরাচারি খুনি শেখ হাসিনার নিয়োগকৃত বিচারপতি ও তৎকালীন এমপি শেখরের একনিষ্ট লোক ছিলেন এবং তার তদবিরে সন্ত্রাসী নজরুল গংরা জামিনে মুক্তি পায় ।
এ মামলার আসামী সন্ত্রাসী নজরুল ,মন্জু,পবন,সাগর,টোকন গত ৪ ও ৫ আগষ্ট ছাত্র-জনতার বৈষম্য বিরোদী আন্দোলনে চরম বিরোধীরা করেছিল । আমরা চাই এ সব আসামীদেরকে অবিলম্বে গ্রেফতার করে সুষ্টু তদন্ত করে বিচারের আওতায় আনা হোক ।
সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের মো: আলিফ রানা ও ইয়াসিন মোল্যা বক্তব্য রাখেন । তারা আরো জানান, নিহতের পরিবারবর্গ বিএনপি রাজনীতি সাথে যুক্ত। বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে বিগত আওয়ামীলীগে সরকারের আমলে তাদের পরিবারের উপর নানা ধরণের অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে । বাড়িঘরে হামলা ,হত্যার হুমকিসহ বাড়ি থেকে উচ্ছেদ করা হবে এমন কথাও বলেছে সন্ত্রাসী নজরুল গংরা। এখন দেশে রাজনীতির পট পরিবর্তন হয়েছে । আমরা নিহতের পরিবার খুনিদের সঠিক বিচার ও ফাঁসি দাবীর আহবান জানাচ্ছি ।






নবপল্লব প্রকল্পের আওতায় মাছ চাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ
নড়াইলের সুলতানমঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিভিন্ন দাবিতে আলোচনা সভা
সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণের ওপর গোলটেবিল আলোচনা সভা
আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
আশাশুনির প্রাক্তন প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার মারা গেছেন
মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা
মাগুরায় গনপ্রকৌশল দিবসে র্যালি ও আলোচনা সভা
মাগুরায় সুজনের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
পুলিশের এআইজি শামীমার বাবার দাফন সম্পন্ন 