শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ন ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » জগদল গ্রামে চার খুনের বিচারের বাদীতে মাগুরায় সংবাদ সম্মেলন
প্রথম পাতা » আঞ্চলিক » জগদল গ্রামে চার খুনের বিচারের বাদীতে মাগুরায় সংবাদ সম্মেলন
৮৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জগদল গ্রামে চার খুনের বিচারের বাদীতে মাগুরায় সংবাদ সম্মেলন

---
মাগুরা প্রতিনিধি : মাগুরা ৮ নং জগদল ইউনিয়নে গত ১৫ অক্টোবর ২০২১ সালে দক্ষিণ জগদলের একই পরিবারের ৩ ব্যক্তিকে নৃসংশভাবে হত্যাকারী রফিক চেয়ারম্যানের সন্ত্রাসী গ্রুপ এর দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে । গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে এ সংসাদ সম্মেলন করে নিহতের পরিবার ও ৮ নং জগদল ইউনিয়নবাসী ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আব্দুর রহমানের ছেলে ওমর ফারুক । সংবাদ সম্মেলনে তিনি জানান,ঘটনার দিন জগদল দক্ষিণ পাড়া জনৈক হাকিম এর মুদি দোকানের পূর্ব দিকে আব্দুর রহিম মাষ্টারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর আমার পিতা সবুর মোল্যা,চাচা কবীর মোল্যা ও আব্দুর রহমান মোল্যা পৌছানোর সাথে সাথে পূর্ব পরিকল্পনা অনুসারে ওৎ পেতে থাকা রফিক চেয়ারম্যানের সন্ত্রাসী  গ্রুপ নজরুল, মন্জু, পবন,আলমগীরসহ অনেকে তাদের উপর চড়াও হয় । সে সময় তারা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে  তাদেরকে হত্যা করে । তারপর আমরা মামলা করার জন্য প্রশাসনের দারস্ত হলে তৎকালীন এমপি-১ সাইফুজ্জামান শিখরের চাপে মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে রফিক চেয়ারম্যান নাম বাদ দিলে ৬ দিন পর মামলা গ্রহন করা । চাচাদের হত্যা মামলা ও আরেক চাচা ইমরান হত্যা মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করে দীর্ঘ সময় ধরে তদন্তে রেখে দলীয় ক্ষমতায় আমাদের মামলার কয়েকজন আসামীতে অব্যহতি দেওয়া হয় । মামলার সত্যতা গোপন রেখে দেওয়া হয় চার্যশিট । মামলাটি দীর্ঘ ৩ বছরে আওয়ামীলীগের দলীয় চাপে কোন অগ্রগতি হয়নি ।  এ  মামলার বাদী আমার চাচা আনোয়ার । এ মামলায় ৬৮জন কে আসামী করা হয় । মামলা নং ৩৪২/২১ ।   মামলা করার পর পরই আমাদের উপর নানা ভাবে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়া হয় । মামলাটি বর্তমানে মাগুরার বিজ্ঞ অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতে বিচারাধীন । তিনি আরো বলেন,মামলার খুনি আসামীরা সদরের বেল নগর মাজেদ মোল্যার পুত্র খাইরুল ইসলাম পিপলু যিনি স্বৈরাচারি খুনি শেখ হাসিনার নিয়োগকৃত বিচারপতি ও তৎকালীন এমপি শেখরের একনিষ্ট লোক ছিলেন এবং তার তদবিরে সন্ত্রাসী নজরুল গংরা জামিনে মুক্তি পায় ।
এ মামলার আসামী সন্ত্রাসী নজরুল ,মন্জু,পবন,সাগর,টোকন গত ৪ ও ৫ আগষ্ট ছাত্র-জনতার বৈষম্য বিরোদী আন্দোলনে চরম বিরোধীরা করেছিল । আমরা চাই এ সব আসামীদেরকে অবিলম্বে গ্রেফতার করে সুষ্টু তদন্ত করে বিচারের আওতায় আনা হোক ।
সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের মো: আলিফ রানা ও ইয়াসিন মোল্যা বক্তব্য রাখেন । তারা আরো জানান, নিহতের পরিবারবর্গ বিএনপি রাজনীতি সাথে যুক্ত। বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে বিগত আওয়ামীলীগে সরকারের আমলে তাদের পরিবারের উপর নানা ধরণের অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে । বাড়িঘরে হামলা ,হত্যার হুমকিসহ বাড়ি থেকে উচ্ছেদ করা হবে এমন কথাও বলেছে সন্ত্রাসী নজরুল গংরা। এখন দেশে রাজনীতির পট পরিবর্তন হয়েছে । আমরা নিহতের পরিবার খুনিদের সঠিক বিচার ও ফাঁসি দাবীর আহবান জানাচ্ছি ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)