

শনিবার ● ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান
পাইকগাছায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান
খুলনার পাইকগাছায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, থানার উপ-পরিদর্শক আতিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জুলাই শহীদ পরিবারের সদস্যসহ প্রায় তিন শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন।দেশ গঠনে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে সকলে একসঙ্গে শপথ গ্রহণ করেন।