

শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » দুর্গোৎসব উপলক্ষ্যে নড়াইলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
দুর্গোৎসব উপলক্ষ্যে নড়াইলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি ; নড়াইলে আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় টাউন কালিবাড়ি মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন-নড়াইলের নবাগত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা সুকেশ সাহা আনন্দ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, নড়াইল পৌরসভার সাবেক কমিশনার কল্যাণ মুখার্জিসহ অনেকে।
মতবিনিময় সভায় পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সবসময় নড়াইলবাসীর পাশে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে হবে।
পুলিশ সুপার আরো জানান, পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, কলাপসিবল গেটের ব্যবস্থা করা, পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে দায়িত্ব পালনের জন্য পূজা উদযাপন কমিটিকে অনুরোধ করা হয়েছে। এছাড়া নারী ও শিশুদের প্রতি বিশেষ নিরাপত্তা এবং মাদকমুক্ত থেকে পূজা উদযাপন করতে হবে।
এদিকে, কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার (পুলিশ), থানার ওসি, ৯৯৯ ফোনসহ পুলিশ সুপারকে অবহিত করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের দেয়া তথ্য অনুযায়ী, নড়াইলের তিনটি উপজেলায় এ বছর ৫২৪টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ সংখ্যা আরো বাড়তে পারে।