

বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা
মাগুরায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা
মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) মাগুরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ.ন.ম. নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)শাহ্ শিবলী সাদিক,
মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, সিভিল সার্জন প্রতিনিধি এম,ও সি এস ডা.প্রতীক কুমার বনিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম।
দিনব্যাপী কর্মশালায় নিরাপদ খাদ্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপ-সচিব) ও প্রকল্প ব্যবস্থাপক অমিতাভ মণ্ডল। এছাড়া মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অংশীজনরা মুক্ত আলোচনায় অংশ নেন।
সকাল ৯টা ৩০ মিনিটে রেজিস্ট্রেশন ও স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালা শুরু হয়। নিরাপদ খাদ্য অফিসার মাগুরার উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারীরা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।