শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

SW News24
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী’র যোগদান পরবর্তীতে মিট টুগেদার
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী’র যোগদান পরবর্তীতে মিট টুগেদার
৩০ বার পঠিত
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী’র যোগদান পরবর্তীতে মিট টুগেদার

 

 

 

---পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী যোগদান করেছেন। এ উপলক্ষ্যে ৫ জানুয়ারি সোমবার সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজন করা হয় মিট টুগেদার অনুষ্ঠান। যোগদান পরবর্তীতে এ অনুষ্ঠানে আইনজীবীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন সিভিল জজ হযরত আলী। এর আগে তিনি ভোলা চৌকি আদালতে সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। সভায় সম্মানিত অতিথি ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

 

অনুষ্ঠানেসমিতির সাধারণ সম্পাদক জিএম আককাছ আলি’র সঞ্চালনায় বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী গাজী আব্দুস সবুর, সাবেক সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল ও পংকজ কুমার ধর, সমীর কুমার বিশ্বাস, পীযূষ সরকার প্রমুখ। এসময় অ্যাড. মো. শফিকুল ইসলাম, চিত্তরঞ্জন সরকার, মো. মোজাফফর হাসান, প্রশান্ত ঘোষ, আ. আব্দুল মজিদ, মো. কামরুল ইসলাম, আ. মালেক, আমজেদ হোসেন, এটিএম নাদিমুজ্জামান, অবনী মোহন সানা, সুকান্ত রায়, প্রশান্ত মন্ডল, অনাদি কৃষ্ণ মন্ডল, শংকর ঢালী, বেলাল উদ্দীন, দিপংকর সাহা, বারিকুল ইসলাম, উত্তম সানা, সুবেহ সাদিক, রেহানা পারভীন, মো. আব্দুল রাজ্জাক, এস এম মুজিবুর রহমান, রাশনা শারমিন, একরামুল হক বিশ্বাস, বিজয় মন্ডল, মো. সাইফুদ্দিন, শরিফা খাতুন, কাজী সাইফুল ইসলাম, মলয় মন্ডল, মো. আবু হানিফ, ইব্রাহীম হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)