বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাগুরায় মসলা জাতীয় ফসলের হস্তান্তরযোগ্য প্রযুক্তির উপর দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাগুরায় মসলা জাতীয় ফসলের হস্তান্তরযোগ্য প্রযুক্তির উপর দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
![]()
মাগুরা প্রতিনিধি
মসলা জাতীয় ফসলের হস্তান্তরযোগ্য প্রযুক্তির উপর দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প বিএআরআই এর অর্থায়নে মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র এই প্রশিক্ষণের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বগুড়া জেলা মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বীরেশ কুমার গোস্বামী। বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কু-ু, পৌর সভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা ও ড. সাজ্জাদ হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. বীরেশ কুমার গোস্বামী জানান, আমাদের দেশে ২০ ধরনের মসলার চাষ হয়ে থাকে। মসলার নতুন জাত উদ্ভাবণ একটি প্রযুক্তি। নতুন উদ্ভাবিত মসলার এ জাতগুলোর জন্য যে ধরনের পরিবেশ ও উপাদন দরকার হয় এবং এসব ফসল মাঠ পর্যায়ে চাষ করতে কৃষকরা যে আধুনিক কলাকৌশলগুলো প্রয়োগ করবে সেটিই হচ্ছে হস্তান্তরযোগ্য প্রযুক্তি । আধুনকি এসব প্রযুক্তি ব্যবহারের মধ্যমে মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে।
প্রশিক্ষণে পিঁয়াজ, রসুন ও মরিচসহ বিভিন্ন মসলা জতীয় ফসলের চাষাবাদের আধুনিক প্রযুক্তির ব্যাবহার ও কলাকৌশলের উপর ৪০ জন কৃষক অংশ নেন।






পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কমে কৃষক হতাশ
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত
পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
কেশবপুরে তুলার আবাদে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে চাষীরা
মাগুরায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক
পাইকগাছায় আমন ধান কাটা উৎসব শুরু
পাইকগাছায় আপনা আপনি জন্ম নেয়া একটি ডাট শাক ৯ ফুটের বেশী উচু হয়েছে
পাইকগাছায় হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষক
কেশবপুরে ড্রাগন চাষে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা নান্টু সাহা
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ 